logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০২০, ২৩:৩৭

নুসরাতের পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে

নুসরাত জাহান,
নুসরাত জাহান।
সোশ্যাল মিডিয়ায় সরব নুসরাত জাহান। কলকাতার এই নায়িকা ও সংসদ নানা সময়েই নেটিজেনদের তোপের মুখে পড়েন। কিন্তু থেমে যাওয়ার পাত্র নন তিনি। সব সমালোচনা উপেক্ষা করে নিজের দর্শনেই চলেন নুসরাত।

এই নায়িকা ব্যক্তিগত জীবনে নিয়ম মেনে চলায় পক্ষপাতী? নাকি নিয়ম ভেঙে বেশি আনন্দের খোঁজে সদাই ব্যস্ত তিনি!

নুসরাতের একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যদি তুমি সমস্ত নিয়ম ঠিক ঠিক মেনে চল, তাহলে সব মজাই মাটি!’

এখন প্রশ্ন উঠেছে তাহলে নতুন বছরেও নিয়ম মানার থেকে নিয়ম ভাঙাতেই কি বেশি আগ্রহী হবেন নুসরাত? বরাবরের মতো?

এই নায়িকা কোনোদিন কোনো কিছুতেই বাঁধাধরা নিয়ম মেনে চলেননি। নিজের ধর্মে সম্পূর্ণ আস্থা রেখেই আজীবন সম্মান জানিয়ে এসেছেন সব ধর্মের মানুষদের। জীবনসঙ্গী বেছেছেন হিন্দু ধর্মাবলম্বী নিখিল জৈনকে। আবার বিয়ের পরেই নিজের সমাজের নিয়ম ভেঙে হিন্দু রমণীর মতোই চূড়া, সিঁদুর, মঙ্গলসূত্রে সেজেছেন।

এম

RTV Drama
RTVPLUS