logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

মুগ্ধতা ছড়ালেন মৌ

সাদিয়া ইসলাম মৌ,
সাদিয়া ইসলাম মৌ।

দশম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ মাতালেন দর্শকনন্দিত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। গেলো কয়েক বছরের মতো তার নাচের মাধ্যমেই অনুষ্ঠানের শুরু হয়।

উপস্থাপনার দায়িত্বে থাকা তৌফিক মাহমুদ যখন মৌয়ের নাম ঘোষণা করলেন সঙ্গে সঙ্গে দর্শকরা স্বাগত তালি জানান। মৌ যে সময়টুকু মঞ্চে ছিলেন অন্য এক মূর্ছনায় নিয়ে গেলেন দর্শকদের। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলাবলি করছিলেন মৌয়ের কোনো তুলনা হয় না। সেরা পারফর্মার তিনি।

কেউ আবার বলছিলেন, মৌ তো মৌ-ই।

১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ শুরু হয় সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়ালের ১৮ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ও দেশপ্রেম ক্যাটাগরিতে ৬টি পুরস্কার। ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মের ক্যাটাগরিতে ৬টি পুরস্কার। ধারাবাহিক নাটকের ক্যাটাগরিতে ৬টি দেয়া হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদকে আজীবন সম্মাননা দেয়া হয়।

এম

RTV Drama
RTVPLUS