করোনায় আক্রান্ত ইরেশ যাকের
অভিনেতা ইরেশ যাকের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
জানা গেছে, এখন চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন এই অভিনেতা।
এ ব্যাপারে ইরেশ যাকের বলেন, আমি ভালো আছি। শরীরে ওইরকম ইমপেক্ট নেই। সর্দি-কাশি আর হালকা জ্বর। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। খাবারের গন্ধ স্বাদও ঠিক মতো পাচ্ছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে ইরেশ যাকের লিখেছেন, আমি কোভিড পজিটিভ হয়েছি। অনুরোধ করছি গেলো এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিরাপদে থাকার। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।
এর আগে গেলো ২৭ নভেম্বর মারা যান ইরেশ যাকেরের বাবা আলী যাকের। দীর্ঘ দিন ক্যানসারে ভুগতে থাকা আলী যাকের মৃত্যুর দুই দিন আগে করোনায় আক্রান্ত হন।
এম