logo
  • ঢাকা বুধবার, ০২ ডিসেম্বর ২০২০, ১৭ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ২২ নভেম্বর ২০২০, ১২:৩৭
আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১২:৪৭

'সখি' নিয়ে হাজির সোহেল মেহেদী (ভিডিও)

ছবিতে শামীম-মেহেদী-তরুন।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী হাজির হলেন নতুন গান ও ভিডিও নিয়ে। এই শিল্পীর 'সখি' গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। শুক্রবার থেকে দর্শকরা মিউজিক ভিডিওটি উপভোগ করছেন  'এসটিএল' নামে ইউটিউব চ্যানেলে।

গানটির প্রকাশনা অনুষ্ঠান ঈশ্বরদীর এসটিএল টিভির কার্যালয়ে করা হয়। এ অনুষ্ঠানের এসটিএল টিভির পক্ষ থেকে কন্ঠশিল্পী সোহেল মেহেদীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সবাই গান ও মিউজিক ভিডিও দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

 'সখি' গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিমরান জান্নাত ও আশিক। এছাড়া শিল্পী সোহেল মেহেদীর সরব উপস্থিতি ছিল ভিডিওতে। গানটির কথা ও সুর করেছেন এসটিএল শামীম ও মিউজিক করেছেন তৌহিদুল ইসলাম তরুণ। পরিচালনায় ছিলেন মাহমুদুল হাসান মামুন।

এ ব্যাপারে সোহেল মেহেদী বলেন, গানটি গাইতে বেশ ভালো লেগেছে। মানুষ কষ্টের গান ভালোবাসে। এই গানটির মধ্যে এক ধরনের আকুতি রয়েছে। এটা সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আর হ্যাঁ গানটির শুটিং হয়েছে ঈশ্বরদীর বিভিন্ন মনোরম লোকেশনে। গানচিত্রে একটি গল্পও তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। 

 

এম

RTVPLUS