logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ২০:২৫
আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:৩৯

খুব রাগ করেছেন তামান্না

Tamanna Bhatia
তামান্না ভাটিয়া
বাহুবলীখ্যাত ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গত মাসে করোনা হয়েছিল। এখন সুস্থ তিনি। তবে কাজে ফিরতে পারেননি। অসুস্থ থাকার সময় শরীরচর্চার নিয়মকানুন মানতে পারেননি বলে ওজন কিছুটা বেড়েছে। আর এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। এতে রেগেছেন তামান্না। 

তিনি লিখেছেন, আপনারা এত অসংবেদনশীল হলেন কী করে? অসুস্থ হওয়ায় প্রচুর ওষুধ খেতে হয়েছিল। এজন্য কিছুটা ওজন বেড়েছিল। মানুষ কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা বেশিরভাগই দেখতে পায় না, উল্টো খুঁত খুঁজে বেড়ায়।

আগস্টে তামান্নার বাবা মা সন্তোষ ও রজনী ভাটিয়া করোনা আক্রান্ত হন। তখন তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু গত মাসে করোনা হয় তারও। 

তামান্নাকে দেখা যাবে সুপারহিট কন্নড় ছবির তেলেগু রিমেক লাভ মকটেল-এ। এছাড়া তার হাতে রয়েছে সিটিমার নামে একটি তেলেগু স্পোর্টস-অ্যাকশন ড্রামা। বলিউডে তাকে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে বোলে চুড়িয়া ছবিতে। সূত্র: এবিপি আনন্দ

জিএ

RTVPLUS