logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৩ নভেম্বর ২০২০, ১২:০৫
আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১২:৫৫

শহীদের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অমৃতা

Amrita Rao,
ছবিতে শহীদ-অমৃতা।
শহীদ কাপুরের অভিষেক ছবির নায়িকা ছিলেন অমৃতা রাও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ছবিতে তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখে তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এতো বছর চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমে অমৃতা জানান, একেবারেই না। আমরা যখন ছবি করি, তখনও শহীদের প্রেমিকা ছিল। আমি শুধুই কো-স্টার ছিলাম। দর্শক চাইতেন আমরা ব্যক্তিজীবনেও সঙ্গী হয়ে উঠি। এর ফলে যেটা হয়েছিল তা হলো আমাদের জুটি অনস্ক্রিনে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল।

অমৃতা এও জানান, সবচেয়ে মজার কথা হলো আমরা একে অপরের বন্ধু পর্যন্ত ছিলাম না, যে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়ব। আমরা শুধুই সহকর্মী ছিলাম।

বিবাহ ছবিতে জুটি হিসেবে শেষবার দেখা যায় অমৃতা-শহীদকে। এই ছবিতেও তাদের জুটি দর্শক দারুণ পছন্দ করেছিলেন।

এদিকে সদ্য মা হওয়া নিয়েও অমৃতা জানান, হ্যাঁ এটা ঠিক মাতৃত্ব নিয়ে আমি কিছুটা নার্ভাস। কিন্তু এটাও ঠিক, যখন আপনি সন্তানের মুখ দেখেন, তখন আপনার মধ্যে অনায়াসে মাতৃত্ব জাগ্রত হয়। আমি সেই ছোট্ট মানুষটির বন্ধু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছি।

এম

RTVPLUS