Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২০, ১৯:৫৮
আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২৩:১৬

বিয়ে করলেন নেহা কাক্কর

Neha Kakkar and Rohan Preet Singh
বিয়ের অনুষ্ঠানে নেহা কাক্কর ও রোহনপ্রীত সিং

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিং। দিল্লির একটি গুরুদ্বারে নেহা কাক্করের সঙ্গে মালাবদল করেন রোহনপ্রীত সিং। নেহা এবং রোহনপ্রীত সিংয়ের বিয়ের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়।

নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিয়ের আসর দিল্লিতে বসলেও, তাদের রিসেপশন হবে পঞ্জাবে। তবে পরিবার এবং ঘনিষ্ঠদের পাশাপাশি আর কে কে নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিংয়ের রিসেপশনে হাজির হবেন, সে বিষয়ে জানা যায়নি কিছু।

অক্টোবরের শুরুতে গুঞ্জন শোনা যায়, রিয়ালিটি শোয়ের তারকা রোহনপ্রীতকে বিয়ে করবেন নেহা।

তবে সে সময় আদিত্য নারায়ণ বলেন, নেহা কাক্করের সঙ্গে রোহনপ্রীত সিংয়ের পরিচয় হয় সম্প্রতি। পরিচয়ের কয়েক দিনের মধ্যে নেহা কীভাবে বিয়ের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন উদিত-পুত্র।

যদিও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন নেহা।

সূত্র- জিনিউজ

জিএ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS