smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ঘৃণা (ভিডিও)

  বিনোদন ডেস্ক

|  ০৬ অক্টোবর ২০২০, ১৪:৪৯ | আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৪:৫৩
 ‘বহু আগে যে কথা কবিগুরু বলেছেন/ সে কথায় সকলেই ধর্ষক হয়েছেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা যনে তারে তৃণসম দহে। ঘৃণা-ঘৃণা-ঘৃণা সব ধর্ষকের জন্য/ সমঘৃণা বাকী সব দর্শকের জন্য’।

এমন ব্যতিক্রমী কথায় ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দীন ইসলাম শারুখ। ঘৃণা শীর্ষক গানটির কথা লিখেছেন রণক ইকরাম। র‍্যাপ গানটির সুর সংগীত ও কন্ঠ দীন ইসলাম শারুখের। প্রতীকী ভিডিওটিতে অভিনয় করেছেন আনিকা অনি, ম্যাগডেলিনা রোজারিও, অনিমা মীম ও হোসাইন ইকবাল।

লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত ভিডিওটি পরিচালনা করেছেন শারুখ ও বিষু।

গান প্রসঙ্গে শারুখ জানান, ‘দেশে চলমান ধর্ষণকান্ডের প্রতিবাদস্বরূপ এই গানটি তৈরি করেছি। যে নরপশুরা ধর্ষণ করছে তারা যেমন অপরাধী, তেমনি সে অপরাধ সহ্য করে আমরাও অপরাধী হচ্ছি। তাই প্রতিবাদ করা উচিত।  সবাই যদি যার যার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে ধর্ষণব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যাবে।’

ভবিষ্যতে সমাজের নানা অসঙ্গতি নিয়ে আরও কয়েকটি গান আসবে বলে জানানা শারুখ।

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়