logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২ বৈশাখ ১৪২৮

অভিনেত্রী লিন্ডা মাঞ্জ মারা গেছেন  

Linda Manz,
‘ডেইস অব হ্যাভেন’ সিনেমার দৃশ্যে লিন্ডা মাঞ্জ।

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী লিন্ডা মাঞ্জ ১৪ আগস্ট না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। এই সিনিয়র অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত হলিউড।

লিন্ডা মাঞ্জ ১৯৬১ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। বড় পর্দায় মাত্র ১৫ বছর বয়সে বিখ্যাত ‘ডেইস অব হ্যাভেন’ সিনেমা দিয়ে কাজ শুরু করেন।

আর এই সিনেমার জন্য বেশ প্রশংসিত হন তিনি।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে ‘দ্যা ওয়ানডারস’ ‘আউট অব ব্লু’, ‘দ্যা স্নো কুইন’র মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন লিন্ডা মাঞ্জ।

১৯৮৫ সালে ববি গুথ্রিকে বিয়ে করেন লিন্ডা। সেই থেকে তাকে অনেকে লিন্ডা গ্রুথ্রি নামেও ডাকেন। তাদের সংসারে তিনজন সন্তান।

আরও পড়ুন:

এম

RTV Drama
RTVPLUS