logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৬৫৪ জন, সুস্থ হয়েছেন ১৮৯০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আরটিভি প্লাস’র ঈদ আয়োজনে দ্বিতীয় দিন যা থাকছে

বিনোদন ডেস্ক
|  ০২ আগস্ট ২০২০, ১০:২৫ | আপডেট : ০২ আগস্ট ২০২০, ১০:৫৬
Rtv Plus,
আরটিভি প্লাস।

ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ (Rtvplus.tv) নিয়ে এসেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদ উল আজহা উপলক্ষে আরটিভি প্লাস সর্বোচ্চ সংখ্যক নাটক নিয়ে হাজির হয়েছে। দর্শকদের নতুন ৩৭ টি কন্টেন্ট  উপহার দিচ্ছে তারা। এর মধ্যে রয়েছে একক নাটক ৩১ টি, ৭ পর্বের ধারাবাহিক ২ টি এবং ৪ টি মিউজিক ভিডিও।  এক নজরে দেখে নেয়া যাক ৭ দিনব্যাপী ‘আরটিভি প্লাস’র ঈদ আয়োজনে দ্বিতীয় দিন যা থাকছে।

নাটক: বালি ও বেলা। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে সজল ও প্রভা। সময় দুপুর ২টায়।

৭ পর্বের ধারাবাহিক নাটক: হৈহৈরৈরৈ। পরিচালনায় মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শামীমা নাজনীন, মুসাকীর সায়েদ, হায়দার মিঠুন। সময় রাত ৮ টা ৩০ মিনিট।

নাটক: ছেলেটি সত্যি এসেছিলো। অভিনয়ে ফজলুল সেলিম, নিলয় আলমগীর ও জাকিয়া বারী মম। সময় রাত ৯ টায়।

নাটক: ভালো হতে পয়সা লাগেনা। পরিচালনায় মিলন ভট্টাচার্য। অভিনয়ে আফরান নিশো, অপর্ণা ঘোষ, জামিল হোসাইন। সময় রাত ৯ টা ৩০ মিনিট।

নাটক: আপনার ছেলে কী করে? সঞ্জয় সমাদ্দার।  অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, সাবেরী আলম, ফখরুল বাসার মাসুম, নরেশ ভূইয়াঁ।  সময় রাত ১০ টা ৩০ মিনিট।

৭ পর্বের ধারাবাহিক নাটক: বৌ সামলানো সহজ উপায়। ইমরাউল রাফাত। অভিনয়ে আফরান নিশো, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, মনিরা মিঠু। সময় রাত ১২টায়।

নাটক: বিসি এস বক্কর এখন ব্যাংকার। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, ফখরুল বাসার মাসুম, শফিক খান দিলু।  সময় রাত ১২টা ৩০মিনিট।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৬৬৭৪ ১৪১৭৫০ ৩২৬৭
বিশ্ব ১৮৭২২০৯০ ১১৯৩৬৭৬৪ ৭০৪৬৭৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়