• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটনির অধিকার আদায়ে ভক্তদের আন্দোলন

বিনোদন ডেস্ক

  ২৬ জুলাই ২০২০, ১২:২৭
Fans' movement for the rights of Brittany
ছবিতে ব্রিটনি স্পিয়ার্স।

প্রিয় শিল্পীকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কোনো কমতি থাকেনা। শিল্পীর ভালো-খারাপ সময়ে এই ভক্তরাই তাদের পাশে থাকেন।

জনপ্রিয় পপসঙ্গীত শিল্পী ব্রিটনি স্পিয়ার্সের ক্ষেত্রে ঘটেছে তেমনই একটি ঘটনা। অর্থ-সম্পদ ও ব্যক্তিগত জীবনে ব্রিটনির অধিকার ফিরিয়ে আনতে ‘হ্যাস ট্যাহ ফ্রি ব্রিটনি’ আন্দোলন শুরু করেছিলেন ভক্তরা। ব্যক্তিজীবনে অনেক দিন ধরেই ভালো নেই এই তারকা গায়িকা।

এ বছরের শুরুতে পঞ্চম বিবাহ বিচ্ছেদ হয় ব্রিটনির। জানা যায়, পরিবার অর্থাৎ তার নিজের বাবার সঙ্গেও সুসর্ম্পক নেই গায়িকার। কারণ, বেশ কয়েক বছর আগে আদালতের নির্দেশে বাবা জেমি স্পিয়ার্স ব্রিটনির অর্থ-সম্পদের দেখভাল ও ব্যক্তিগত সব সিদ্ধান্ত নিয়ে থাকেন।

সেই জায়গায় দাঁড়িয়ে ২০০৮ সাল থেকে সংরক্ষণশীল ব্যবস্থায় সব ব্যক্তিস্বাধীনতা হারিয়েছেন ব্রিটনি।

মূলত ডিমেনশিয়া বা যেকোনো মানসিক অসুস্থতায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে মার্কিন আদালত এমন রায় দিয়ে থাকেন। তবে এরই মধ্যে কয়েকবার তার বাবা জোর করেই মানসিক অসুস্থ হিসেবে তাকে প্রমাণ করেছেন বলে অভিযোগ করেছেন ব্রিটনি।

আরও পড়ুন:

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রিয় শিল্পীর গান শোনাতে আসছে ইউটিউব এআই ফিচার
‘আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না’ 
X
Fresh