• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৮ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।  সোমবার (৮ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষ জানান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনের চেকপোস্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্টার এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার সচল হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে। বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ ও নববর্ষ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বন্দর এলাকা ও ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের পারাপারের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু
পঞ্চগড়ের সীমান্তে হাতি আতঙ্ক, ২ দেশের মধ্যে জরুরি আলোচনা
বাংলাদেশে অনুপ্রবেশ করল ভারতীয় দুটি বন্যহাতি
তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
২ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুদিন বন্ধ থাকবে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট। এ সময়ের মধ্যে স্থলবন্দরটিতে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ।  তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুদিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকছে। তাই ৬ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।
পঞ্চগড়-১ / আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মধ্যে হাতাহাতি, মহাসড়ক অবরোধ
পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের মধ্যে হাতাহাতির ঘটনায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখেন চেয়ারম্যানের সমর্থকসহ বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার সন্ধ্যার আগে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আরও পড়ুন : ডগ স্কোয়াড দিয়ে ট্রেনে বিজিবির তল্লাশি   পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড়-১ আসনে আওয়ামী প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়ার সমর্থক ও  স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের সমর্থক ইউপি চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ইউপি চেয়ারম্যানের সমর্থকসহ বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করেন। এ নিয়ে তেঁতুলিয়ার মাঝিপাড়ায় আওয়ামী প্রার্থীর কর্মী-সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আরও পড়ুন : ভোট দিতে বাধা দিলে প্রতিহত করা হবে : কাদের   তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি সুজয় কুমার রায় বলেন, শালবাহান রোড এলাকায় ট্রাক ও নৌকা প্রতীকের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে কিছু লোক সড়ক অবরোধ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়। সহকারী রিটার্নিং অফিসার ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দু’পক্ষই মৌখিকভাবে পরস্পরের ওপর হামলার অভিযোগ করেছেন।