• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।  বুধবার (২৪ এপ্রিল) বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক্টরচালক জাহিদ (২৬) ও মোছা. নুরজাহান (৫৫)।  এদের মধ্যে জাহিদ বোদার মাঝগ্রামের মানিকের ছেলে এবং নুরজাহান একই উপজেলার সর্দারপাড়ার জয়তুল্লাহ মুন্সীর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি বোদা থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টরচালক জাহিদ ও পথচারী নুরজাহান। এ সময় ট্রাক ও ট্রাক্টর আরোহীসহ চারজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে বোদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে দুজনকে রংপুর ও একজনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোদা থানার ওসি মোজাম্মেল হক। তিনি বলেন, সকালে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষের দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৮ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।  সোমবার (৮ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর কর্তৃপক্ষ জানান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত বন্দরে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনের চেকপোস্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্টার এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার সচল হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে। বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ ও নববর্ষ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বন্দর এলাকা ও ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের পারাপারের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মা-বাবার সঙ্গে পুণ্যস্নানে গিয়ে সন্তানের মৃত্যু
পঞ্চগড়ে সনাতন ধর্মালম্বীদের বারুনী মহাস্নান উৎসবে করতোয়া নদীর উত্তর স্রোতে স্নান করতে গিয়ে  পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি আটোয়ারি উপজেলার চুচুলি বটতলী গ্রামে। সে ওই গ্রামের রবি চন্দ্র বর্মনের ছেলে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, শিশুটি তার বাবা-মায়ের সাথে উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য স্নান করতে  নামে। এদিকে সকলের অজান্তে শিশুটি নদীর পানিতে নামলে পানিতে  ডুবে যায়।  অনেক খোঁজাখুজির পরে শিশুটিকে  ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। 
নিজ সন্তানকে বিক্রি করতে বাজারে তুললেন মা!
পঞ্চগড়ে এক মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করার জন্য বাজারে তুলেছেন মানসিক ভারসাম্যহীন এক মা। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের মেডিসিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।  স্থানীয়রা বলছেন, তার বাড়ি জেলার আটোয়ারী উপজেলায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় জেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে বেড়াতো। এ দিকে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী তার কোলে থাকা ১ মাস বয়সের একটি কন্যা শিশুকে ২৫০০ টাকার বিনিময়ে বিক্রি করছে। দর-কষাকষির মাঝে ওই শিশুকে ক্রয় করছেন এক বয়োবৃদ্ধ ব্যক্তি। এক পর্যায়ে টাকা দিয়ে ওই নারীর শিশু সন্তানকে কোলে তুলে নেন বৃদ্ধ। স্থানীয়রা জানান, হঠাৎ মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজ সন্তানকে বিক্রির জন্য দাম হাকায়। এরপর শহরের ট্রাক টার্মিনাল এলাকার বৃদ্ধ মেকানিক ইসমাইল হোসেন শিশুটিকে ২৫০০ টাকার বিনিময়ে ক্রয় করে নেন। আবার বিক্রির বেশ কিছু সময় পর শিশুটিকে ফেরত নেন ওই নারী। এ বিষয়ে ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মেকানিকের কাজ করি। আমি বাজারে বাজার করার সময় দেখি ওই মেয়ে তার সন্তাকে বিক্রি করবে বলতেছে। আমার এক ভাগনির সন্তান নেই। আমি সিউর হয়ে ভাগনির জন্য তার কাছ থেকে বাচ্চাটি ২ হাজার টাকায় ক্রয় করতে চাই। এর মাঝে সে আরো টাকা চাইলে আরও ৫০০ টাকা দিয়ে বাচ্চাটিকে নিজের কোলে নেই। এরপর বাড়ি ফেরার পথে সে আবার দৌড়ে এসে টাকা ফেরত দিয়ে বাচ্চাটিকে নিয়ে নেয়।
ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রলি থেকে পড়ে শুভ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  সোমবার (২৫ মার্চ) তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউপির দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত কিশোর বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া এলাকার পাথর শ্রমিক আব্দুস সাত্তারের ছেলে।  স্থানীয়রা জানান, শুভসহ তার বন্ধুরা দুপুরে মহানদা নদীতে যাওয়ার পথে একটি খালি ট্রলিতে উঠে। এক পর্যায়ে ট্রলি থেকে মাটিতে পড়ে যায় সে। সেখান থেকে শাহাজান নামের এক স্থানীয় যুবক তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  উদ্ধারকারী শাহজাহান বলেন, ট্রলি থেকে মাটিতে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই আমি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন ট্রলি থেকে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রেতা সেজে সাত কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার করল পুলিশ
পঞ্চগড়ে ক্রেতা সেজে সাত কোটি টাকা মূল্যের কষ্ঠি পাথরের বিষ্ণুমূর্তি সহ চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।  বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে দেবীগঞ্জের বানুরহাট এলাকা থেকে মূল্যবান ওই বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।  আটককৃতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার বন্দিরাম এলাকার মোশারফ হোসেনের ছেলে শাহীন শাহ (৪০), তেঁতুলিয়া উপজেলার কৃষ্ণকান্তজোত এলাকার আমানত আলীর ছেলে হাবিবুর রহমান (৪৮) ও একই উপজেলার একরামুল হকের ছেলে শহিদুল ইসলাম (৫৫)। ডিবি পুলিশ জানায়, কষ্টি পাথরের মূর্তি বিক্রি চক্রের সদস্যদের ধরতে কয়েক মাস ধরে কাজ করছিল পুলিশ। এমনকি পুলিশ ক্রেতা সেজে যোগাযোগ করে বিক্রেতাদের সাথে। কথা মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকার ওষুধ বিক্রেতা শাহীন শাহের ফার্মেসিতে ওই বিষ্ণুমূর্তিটি ব্যাগে করে দেখাতে নিয়ে আসে তেঁতুলিয়ার হাবিবুর ও শহিদুল। তাদের দাবি, মূর্তিটি তারা পাথরের সাইটে পেয়েছে। পুলিশের সাথে দরদাম ঠিক হয় ৫ লাখ টাকা। এদিকে আগেই ডিবি পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল বাজার এলাকায় ওৎ পেতে থাকে। ব্যাগে করে মূর্তিটি আনা মাত্রই কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ জনকে আটক করে পুলিশ। পুলিশ আরও জানায়, কষ্টি পাথরের মূর্তিটির ওজন ১৭ কেজি। উচ্চতায় ২৯ ইঞ্চি এবং প্রস্থ ১১ ইঞ্চি। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। পঞ্চগড় ডিবি পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ওষুধ বিক্রেতা শাহীন দীর্ঘদিন ধরে এই মূর্তি বিক্রি চক্রের সাথে জড়িত। আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কয়েক মাস ধরে তার ওপর নজরদারি করি। এক পর্যায়ে ক্রেতা সেজে আজ তাদের হাতেনাতে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।  
পঞ্চগড়ে প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী আটক
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদরাসা দাখিল পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় মাহফুজুর রহমান (১৮) নামে একজনকে আটক করে আটোয়ারী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।  মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান তাকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় পাবলিক পরীক্ষা অপরাধ আইন-১৯৮০ অনুযায়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক হওয়া মাদরাসা ছাত্র মাহফুজুর উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্র। তিনি একই মাদরাসার শাহজাহান নামের এক পরীক্ষার্থীর বদলি হিসেবে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পুলিশ ও পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ইংরেজী ২য় পত্রের পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট পরে কেন্দ্রে প্রবেশ করেন এক শিক্ষার্থী। ঘণ্টাখানেক পরে কেন্দ্র পরিদর্শকদের সন্দেহ হলে ওই শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করা হয়। পরে কাগজপত্রে কোনো মিল পাওয়া না যাওয়ায় বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়। পরে তাকে আটক করে থানা পুলিশে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান বলেন, ওই পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ১০ থেকে ১৫ মিনিট পরে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা দিতে শুরু করেন। তবে পরীক্ষা কক্ষের দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে তারা আমাকে অবগত করেন। তার পরীক্ষার কাগজপত্রের অমিল পাওয়া যায়। পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেই। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, আজ দুপুরে এক প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।