• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
মোংলায় কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড 
এক মাসে ৮টি কনটেইনারবাহী জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর। সোমবার (২৯ এপ্রিল) সর্বশেষ এই বন্দরে মার্কস লাইনের ১৮৬ মিটারের লাইবেরিয়ান পতাকাবাহী ‘মার্কস হাই পং’ কনটেইনারবাহী জাহাজ আসে। আর তাতেই মোংলা বন্দরের জেটিতে কনটেইনার আসার সর্বোচ্চ রেকর্ড অর্জন করে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দরটি।  মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক মাসে সর্বোচ্চ কনটেইনার জাহাজ আসায় নতুন মাইলফলক তৈরি হলো। চলতি মাসে সর্বোচ্চ ৮টি কনটেইনার জাহাজে ১৮৭৫ টিইইউজ কন্টেইনারজাত মালামাল আমদানি-রপ্তানি করা হয়। এ সকল বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেবরিকস, মেশিনারি, আপেল, ট্রাই সাইকেলপার্টস, ইলেকট্রিক্যাল গুডস, হোয়াইট ক্লিংকার, ফার্টিলাইজার, ক্যালসিয়াম কার্বোনেট, কপার ক্যাথোডস আমদানি এবং জুট, জুট গুডস, সিরিমপস, কার্বস, হোয়াইট ফিস, ক্লে টাইলস, ড্রাইড ফিস, মেশিনারি, গার্মেন্টস প্রোডাক্টস, কটন ইয়ার্ন ইত্যাদি রপ্তানি করা হয়েছে।   তিনি বলেন, চলতি এপ্রিল মাসে মোংলা বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে সিংগাপুর পতাকাবাহী ‘কোটা টেনেগা’ এবং এমভি ‘কোটা রানচাক’, ‘এমভি মার্কস ভিলাডিভসটক’, ‘এমভি মার্কস কুইনজু’, ‘এমভি মার্কস চট্টগ্রাম’, ‘এমভি মার্কস ঢাকা’ বন্দরের বিভিন্ন জেটিতে নোঙর করে। বর্তমানে বন্দর জেটিতে গড়ে প্রতি সপ্তাহে দুটি করে কন্টেইনার জাহাজ আসছে। মোংলা বন্দরে আধুনিক সুযোগ সুবিধা এবং বন্দরে আধুনিক কনটেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে জেটি থেকে দ্রুততার সঙ্গে স্বল্প সময়ের মধ্যে কনটেইনার খালাস-বোঝাই সম্ভব হচ্ছে।  তিনি আরও বলেন, একই সঙ্গে গিয়ারলেস জাহাজ হ্যান্ডলিংয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় কনটেইনারবাহী জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে। এতে বন্দর ব্যবহারকারীদের মোংলা বন্দরের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি তাদের সময় এবং অর্থের সাশ্রয় হচ্ছে। এ ছাড়া বর্তমান সরকারের প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে মোংলা বন্দর বদ্ধপরিকর।  আধুনিক ও বিশ্বমানের স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
ছেলের মুক্তির খবর শুনে আবেগাপ্লুত বাবা-মা
তন্বীর প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে মোংলায় সুবর্ণা
মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু
মোংলায় ৬ হাজার চালের বস্তা নিয়ে ডুবে গেল জাহাজ
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলায় ঝড়ের কবলে পড়ে বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ মোকছেদ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (২৯ মার্চ) দুপুরে স্থানীয়রা টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মোংলা নৌপুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে।  মোকছেদ খুলনার রুপসা এলাকার রহিম নগর এলাকার বাসিন্দা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মোংলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  উল্লেখ্য, গত বুধবার (২৭ মার্চ) মোংলা বন্দরের পশুর নদীতে দিগরাজ বিদ্যারবাহন খাল সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ইটবোঝাই একটি বাল্কহেড। এতে নিখোঁজ হন ওই বাল্কহেডের স্টাফ মো. মোকছেদ হাওলাদার।
মোংলায় আ.লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম
বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম হাওলাদার (৫৫) ও তার ছেলে সোহাগ হাওলাদারকে (৩৬) কুপিয়ে জখম করেছে সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যু বেল্লাল সরদার।  রোববার (২৫ মার্চ) রাতে চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাদের।  পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেলে পাঠান। এ ঘটনার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আহত সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের ভাই আলম হাওলাদার।  তিনি বলেন, হাসপাতালে ভর্তি সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের শ্যালক হাফিজ হাওলাদারকে দেখতে তার ছেলে সোহাগ হাওলাদার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় পৌঁছালে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু বেল্লাল সরদারের গায়ে রাস্তার ধুলো গায়ে লাগলে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থামিয়ে সোহাগ হাওলাদারকে মারধর করেন তিনি। খবর পেয়ে তার বাবা হালিম হাওলাদার ছুটে আসলে তাকে এবং তার ছেলেকে বেল্লাল সরদার এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্বজনরা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে আসেন। এ ঘটনায় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এ দিকে অভিযুক্ত বেল্লাল সরদারকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
গরু চুরি করে জবাই, হরিণের মাংস বলে বিক্রি
বাগেরহাটের মোংলায় চুরি করা গরু জঙ্গলে জবাই করে হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে।  রোববার (১০ মার্চ) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় করা মামলার বাদী চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার।  মামলায় নজরুল জমাদ্দার উল্লেখ করেন, সুন্দরবনের পাশে তার বসবাস। তার আয়ের উৎস গাভিটি। রোববার সকালে গরুটি মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। দুপুরে মাঠে গিয়ে আর গরুটি খুঁজে পাননি। তিনি আরও উল্লেখ করেন, অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন গাভিটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) ও আফজাল ব্যাপারীর ছেলে সাজ্জাক ব্যাপারী চুরি করেছেন। পরে সুন্দরবনের ভেতরে নিয়ে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম। তিনি বলেন, গরু চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।