• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo
ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে: মামুনুল হক
বাগেরহাটে পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত বেড়ে ৫
বাগেরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নোয়াপাড়া এলাকার আবদুল্লাহ স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের মুন্সীগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩০), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০), বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মাজেদ শেখের ছেলে হিরন শেখ (৩৫) ও একই উপজেলার মিরেরডাঙ্গা গ্রামের মোশারফ হোসেন খন্দকার (৪২)। ঘটনার পর ফকিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে কাটাখালি হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই আশরাফুল হক এবং বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই আশরাফুল হক বলেন, সোমবার সকালে কাটাখালি থেকে নোয়াপাড়াগামী একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় আহত অপর ৩ যাত্রীকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত হিরণ ও মোশারফ নামের অপর দুজনকে ফকিরহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয় বলে নিহতদের স্বজনরা নিশ্চিত করেছেন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রাসেলুর রহমান বলেন, এ ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর ঘাতক পিকআপভ্যানটি দ্রুত পালিয়ে গেছে। আরটিভি/এমকে/এসএ
বাগেরহাটে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নিহত ৪
৩ মাস পর উন্মুক্ত সুন্দরবন
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আটক ২
স্ত্রী তালাক দেওয়ার আনন্দে স্বামীর দুধ দিয়ে গোসল
মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মোংলায় সতর্কতা
বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার থেকে বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  মঙ্গলবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান। এ দিকে পোর্ট হেলথ কর্তৃপক্ষ ৬ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে বলে জানিয়েছেন মেডিকেল টিমের প্রধান মোংলা পোর্ট হেলথের উপপরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন।  তিনি বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্ক রয়েছি। এ বিষয়ে রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’কে চিঠি দেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বন্দরে জরুরি আইসোলেশন ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে। 
বাগেরহাটে নিজ ঘরে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ
বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরীক্ষিত মিস্ত্রি উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রির ছেলে।   জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য শনিবার বেলা ১১টার দিকে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ওই সালিশ বৈঠক এড়াতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্ত্রী সবিতা রানীর। সবিতা রানী বলেন, ‘মূলত মানসিক চাপে পরীক্ষিত মিস্ত্রি আত্মহত্যা করেছেন। জমি-জমা নিয়ে ঝামেলা ছিল আমাদের।’ মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘পুলিশের স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।’
ফুচকা খাওয়ার টাকায় বাঁশি কিনে ট্রাফিকের দায়িত্বে ৭ বছরের শিশু
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই নেই ট্রাফিক পুলিশ। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারাদেশের মতো বাগেরহাটেও নিরলসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরমধ্যে নজর কেড়েছে ৭ বছরের শিশু আরাফ মাহিনের প্রচেষ্টা। বাগেরহাট পুলিশ লাইনস স্কুলের প্রথম শ্রেণির এই শিক্ষার্থী ফুচকা খাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে ৩০ টাকা নেয়। এরপর সেই টাকায় একটি বাঁশি কিনে দুদিন ধরে সড়কে পালন করছে ট্রাফিক পুলিশের দায়িত্ব। সরেজমিনে শহরের পুরাতন পুলিশ লাইন্সের সামনে গিয়ে দেখা যায়, মুখে বাঁশি নিয়ে রিকশা, মোটরসাইকেল ও ইজিবাইকচালকদের সুশৃঙ্খলভাবে সড়কে চলাচলের আহ্বান করছে আরাফ। পাশাপাশি হাতে থাকা দিকনির্দেশক লাঠি দিয়ে যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে যাওয়ারও নির্দেশনা দিচ্ছে। আর সড়কের চলাচলরত যানবাহনগুলো তার নির্দেশ পালন করছে। সন্তানের এমন কর্মকাণ্ডে আপ্লুত মা লাইলি আঞ্জুমান। তিনি বলেন, আরাফের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। ফুচকা খাওয়ার জন্য ৩০ টাকা নিয়েছিল। পরে জানলাম সে বাঁশি কিনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। ওকে যখন নিতে আসছি তখন আমাকে বলে, আম্মু আমাকে একটা ঘণ্টা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দাও, চার ঘণ্টা বই পড়বো। ওর কথার পরে আর বাড়ি ফেরানোর চেষ্টা করিনি। বুধবার থেকে ও কাজ করছে, আমি দূর থেকে ওর সঙ্গে আছি। আরাফকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। কথা হয়  ‘খুদে ট্রাফিক’ আরাফের সঙ্গে।  সে বলে, এই জায়গায় সবসময় পুলিশ আঙ্কেলরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেন। কিন্তু কয়েক দিন পুলিশরা দায়িত্ব পালন করছেন না। তাই মাঝে মাঝেই বিশৃঙ্খলা হচ্ছে। এজন্য শৃঙ্খলা ফেরাতে আমি নিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। অটো ও রিকশাচালক আঙ্কেলরাও আমার কথা শুনছে, খুবই ভালো লাগছে। এ ছাড়া বড় শিক্ষার্থীদের সঙ্গে সড়কের ময়লা পরিষ্কার করতেও দেখা যায় শিশু আরাফকে।  প্রসঙ্গত, শিশু আরাফ বাগেরহাট শহরের সরুই এলাকার ইমরুল হাসানের ছেলে ও পুলিশ লাইনস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
হাসপাতালের নারী স্টাফকে যুবলীগ নেতার মারধর
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী স্টাফকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। যুবলীগ নেতা হাসিব আমিন (৩৫) মোংলা পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি কবির হোসেনের আপন শ্যালক। শ্যালক হাসিব ওই নারী স্টাফকে মারপিটের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কবির হোসেন নিজেও। সরকারি হাসপাতালের স্টাফকে মারপিটের খবরে হাসপাতালে ব্যাপক মানুষের উপস্থিতি ঘটে। এ ঘটনায় হাসপাতালে ছুটে আসে পুলিশও। সোমবার (২৯ জুলাই) সকালে এ অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভুক্তভোগী নারী স্টাফ সাবিনা সুলতানা (২৮)। সাবিনা সুলতানা বলেন, পৌর কাউন্সিলর কবির হোসেন বেশ কয়েকজন লোককে সঙ্গে নিয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন। ওই সময়ে মূলত হাসপাতালে রোগীদের ওষুধ সরবরাহ করা হয়। এ কথা জানাতেই কাউন্সিলর কবির হোসেনের শ্যালক হাসিব আমিনসহ অন্যান্যরা আমার ওপর চড়াও হন। পরবর্তীতে হাসিব আমাকে বেধড়ক মারপিট করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীনও ছুটে আসেন। আসে পুলিশও। এ ছাড়াও হাসিবের পক্ষ হয়ে আওয়ামী ও যুবলীগের নেতারা আসেন। এনিয়ে পরে হাসপাতালে চরম বাগবিতণ্ডাও হয়। পরে তারা আমাকে সরি বলে চলে যান।  সাবিনা সুলতানা বলেন, আমি এমন ‘সরি’ মানি না। হাসিব আমাকে যাওয়ার সময় পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে যান। আমি মামলা করবো, সরির মতো বিচার আমি মানি না।  বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দীন বলেন, ‘আমি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।’ 
বাগেরহাটে বাস উল্টে নিহত ২, আহত ১৫
বাগেরহাটের মোল্লাহাটে সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা আরও ১৫ জন যাত্রী।  রোববার (২৮ জুলাই) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।   আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  নিহতরা হলেন, মোল্লাহাট উপজেলার নতুনঘোষগাতি গ্রামের লালমিয়া শেখের মেয়ে ফারজানা আক্তার নিশো (৪৫) এবং রাজপাট গ্রামের দুলাল খানের ছেলে অসীম খান (৪৪)। স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি খুলনার রূপসা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকার সোহেল পেট্রোল পাম্পের সামনে পৌঁছে একটি গাড়িকে অতিক্রম করার সময় সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। বাসে থাকা বেশিরভাগ যাত্রী  আহত হয়।  মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থলে ফারজানা আক্তার নিশো ও রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অসীম খান মারা যান। সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতরা ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
‘সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে’
দেশের শৃঙ্খলা ফেরাতে সশস্ত্র বাহিনী বেশ সক্ষমতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।  বৃহস্পতিবার (২৫ জুলাই) মোংলা সমুদ্র বন্দরে পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।  নৌবাহিনী প্রধান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে সশস্ত্র বাহিনী প্রস্তত রয়েছে। সরকারের নির্দেশনায় দেশের শৃঙ্খলা ফেরাতে সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে।  নৌবাহিনী প্রধান আরও বলেন, সকলের গর্ব পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশের আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল রাখতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বন্দরকে ঘিরে গড়ে ওঠা শিল্প এলাকা, ইপিজেডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী কাজ করে যাচ্ছে।   এ সময় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য গণমাধ্যম সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।   দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান।   এ সময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান ও খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ পদস্থ কর্মকর্তারা।