• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo
পোড়া বনের জন্য বৃষ্টি যেন আশীর্বাদ
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
বন বিভাগের পর এবার সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের সিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।   সোমবার (৬ মে) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের কথা ঘোষণা করেন।  তিনি বলেন, ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রোববার থেকে টানা ৪৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বনবিভাগ, বিমানবাহিনী ও স্থানীয় শতশত স্বেচ্ছাসেবক।   ফায়ার সার্ভিসের পরিচালক আরও বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কোথাও আগুনের ফুলকি বা ধোঁয়া নেই। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আরও ২ দিন কাজ করবেন কালো ছাই সাদা করার জন্য। এরপর তারা বন ত্যাগ করবেন।  অবশ্য রোববার বিকেলে সুন্দরবন আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে সাংবাদিকদের জানান খুলনা অঞ্চলের বন সংরক্ষণ মিহির কুমার দো। আর এ দিন সন্ধ্যায় প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী খুলনায় প্রেস ব্রিফিং এ আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেন। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল তাজুল ইসলামের সঙ্গে এ সময় নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মো. বাশারুল ইসলাম, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার দুপুরে আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের অধীনে লতিফের সিলা এলাকায় আগুন লাগার খবর পান বন বিভাগের কর্মকর্তারা।
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে
মুরগির ঘরে ৭ ফুট লম্বা অজগর
মোংলায় কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড 
তীব্র গরমে শ্রেণিকক্ষে ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি 
বাগেরহাটে গোপালপুর ইউপি চেয়ারম্যান হলেন লিটন মোল্লা 
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২ হাজার ৩৩৬ ভোট পেয়ে লিটন মোল্লা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর তকদীরুজ্জামান পেয়েছেন ১ হাজার ৫৪১ ভোট।  রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হিমাংশু প্রকাশ বিশ্বাস বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮ হাজার ৫২৫ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৮৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন; যা শতকরা হিসেবে ৬৯ দশমিক ১০ শতাংশ। এবারের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। দলীয় প্রতীক না থাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দাবি স্থানীয়দের। গরম ও ধান কাটার মৌসুম না থাকলে ভোটার সংখ্যা আরও বাড়ত বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হিমাংশু প্রকাশ বিশ্বাস। তিনি বলেন, বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে ২ হাজার ৩৩৬ ভোট পেয়ে মো. লিটন মোল্লা নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে। গত ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বাগেরহাটের রামপালে ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।  শনিবার (২৭ এপ্রিল) সকালে মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই সাঈদ মোড়ল (৪৫) নামে এক যাত্রী মারা যান। এ সময় আহত হন চালকসহ চারজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার। তিনি বলেন, আহত ও নিহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। ট্রাকটিকে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আব্দুল হাকিম জোমাদ্দার (৬২) নামের এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে এ মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সালাম ফকিরসহ ৪ জনকে আটক করেছে। আহত হলেন- হারুন জোমাদ্দার (৫০), লতিফ জোমাদ্দার (৫৫), রশিদ জোমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার (৪৫), নিহতের স্ত্রী জামিলা বেগম (৫০) ও ছেলে মেহেদী হাসান (৩৫)।  জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন আকস্মিক হামলা চালালে হাকিম জোমাদ্দার নিহত হন বলে দাবি করেছেন তার ছোট ভাই মতিয়ার রহমান জোমাদ্দার। তিনি বলেন, শুক্রবার সকালে প্রতিবেশী শহিদুল হাওলাদার ১০-১২ জন লোক নিয়ে তার ভাই হাকিম জোমাদ্দারের ওপর প্রথম দফায় হামলা করে। আহত অবস্থায় হাকিম জোমাদ্দার চিকিৎসার জন্য রওনা হলে পথিমধ্যে তাকে ফের আটক করে পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে শহিদুল হাওলাদারের লোকজন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার ফাত্তাহ্ তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সালাম ফকিরসহ ৪ জনকে আটক করা হয়েছে। 
ষষ্ঠ ও সপ্তম স্ত্রীর কাড়াকাড়িতে পালিয়ে বাঁচলেন তরিকুল
বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের আনসার সদস্য তরিকুল ইসলাম। বর্তমানে ঢাকার সুত্রাপুর থানায় কর্মরত আছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দেশের যেখানেই গেছেন সেখানেই বিয়ে করেন তিনি। একে একে সাতটি বিয়ে করেছেন এ আনসার সদস্য। সম্প্রতি তার ষষ্ঠ ও সপ্তম স্ত্রীর মধ্যে তুলকালাম কাণ্ড হয়েছে। তাকে নিয়ে স্ত্রীদের কাড়াকাড়ির শেষ নেই।  জানা গেছে, ঝিনাইদহ শহরের পবহাটিতে সপ্তম বিয়ে করেছেন তরিকুল ইসলাম। বাগেরহাট থেকে স্বামীকে ফিরে পেতে আড়াই বছরের মেয়েকে নিয়ে ঝিনাইদহের পবহাটিতে আসেন তার ষষ্ঠ স্ত্রী হোসনে আরা আক্তার সাথী। সেখানেই দুই স্ত্রীর মধ্যে রণক্ষেত্র বেঁধে যায়। অবশেষে দুই স্ত্রীর কাড়াকাড়িতে পালিয়ে বাঁচতে হলো তরিকুলকে। হোসনে আরা সাথী জানান, নিজেকে এতিম পরিচয় দিয়ে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর তরিকুল আমার সঙ্গে বিয়ে করেন। ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সে আমার কাছেই ছিল। ২০২২ সালে ঢাকায় বদলি হওয়ার পর আমার সন্তানদের খোঁজ নেওয়া বন্ধ করে দেয় তরিকুল। তখন থেকে খরচ দেওয়াও বন্ধ করে দেয়। এরপরই ইমোতে পরিচয় হয় ঝিনাইদহের পবহাটি এলাকার সেজুতির সঙ্গে। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি সেজুতিকেও বিয়ে করেন। এরপর থেকে আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।    তিনি বলেন, ঝিনাইদহ আছে এমন খবর পেয়ে আমরা সেখানে গেলে ওই বাড়ির লোকজন আমাদেরকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আর তরিকুল বাড়ি থেকে পালিয়ে যায়। আমি তরিকুল ও সেজুতির বিচার চাই। এ ব্যাপারে আনসার সদস্য তরিকুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে অসুস্থ ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভক্তভোগীদের দাবি খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  শনিবার (২০ এপ্রিল) ভোরে খাউরিয়া ইউনিয়নের বানিয়াখারী বাজান সংলগ্ন হাবিবুর রহমান তোতার ও ৯ নম্বর ওয়ার্ডের নারায়ন চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃতরা হচ্ছেন হাবিবুর রহমান হাওলাদার, মামুনুর রশিদ, ফেরদৌস, জিম, হাসান হাওলাদার, তিতাস হাওলাদার, আশরাফুল হাওলাদার, সাকিবুল হাওলাদার, মো. নাইম, নারায়ন চৌকিদার, মো. শামিমা আক্তার, হিরা আক্তার, আখি আক্তার, মারিয়া আক্তার, শ্যামলী রানী।   চিকিৎসাধীন গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার ও নারায়ন চৌকিদার জানান, তারা রাত ১০টার দিকে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না। এ ছাড়া তারা দেখতে পান তাদের ঘরের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে। খবর পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের ধারণা চোরচক্র কোন এক সময় তাদের খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে রেখে গেছে। এরপর ওই দুই বাড়ির স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে গেছে।  তবে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়। বিয়ে বাড়ির খাসির মাংস যারা খেয়েছে তারাই অসুস্থ হয়েছে এমনটা জানা গেছে। মালপত্র লুটপাটের সত্যতা পাওয়া যায়নি।
দ্বিতীয় বিয়ের ৪দিন পর বাবাকে কুপিয়ে হত্যা!
বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিয়ের চারদিন পর মোহাম্মদ আলী খান (৭৫) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে পলাতক রয়েছেন।  নিহত মোহাম্মদ আলী খান ভাপারনপাড় গ্রামের মৃত হাশেম আলী খানের ছেলে।  স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী চারদিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন। বাড়ির একটি গাছ কাটাকে কেন্দ্র করে মেজো ছেলে রফিকুলের সঙ্গে তার বিবাদ চলছিল।  শনিবার (২০ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি জানান, দ্বিতীয় বিয়ের ৪ দিন পর মোহাম্মদ আলী খান (৭৫) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, তার দুই ছেলেই তাদের বাবাকে হত্যা করেছে। ঘাতকদের আটকের জন্য তথ্য প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।