• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

তন্বীর প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে মোংলায় সুবর্ণা

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২৪, ২৩:১০
ছবি : আরটিভি

টিকটকের মাধ্যমে পরিচয়। সেই সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথাবার্তা। এরপর ভালোলাগা রুপ নেয় ভালোবাসায়। এভাবে চলতে থাকে ৩ থেকে ৪ মাস। এই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আগ্রহ দিন দিন বাড়তে থাকে তাদের। শেষমেশ এ আকাঙ্ক্ষা বাস্তবে রুপ নিয়েছে। সুবর্ণা মেয়ে হয়েও তন্বী নামক মেয়েকে ভালোবেসে নিজের স্ত্রী হিসাবে দাবি করছেন।

শুক্রবার (১২ এপ্রিল) প্রেমের টানে মোংলায় ছুটে এসেছেন গোপালগঞ্জের বড়দিয়া মো. রবি শেখের মেয়ে সুবর্ণা। বর্তমানে তারা ঢাকার নারায়ণগঞ্জে থাকে। সেখান খেকেই তিনি এসেছেন। একটি রাতও তারা একসঙ্গে কাটিয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) সুবর্ণা বলেন, আমাদের টিকটকের মাধ্যমে সম্পর্ক হয়। আমরা ধর্মগ্রন্থকে সাক্ষী রেখে অনলাইনে একে অপরকে বিয়ে করেছি। আমি এখন আমার বউকে নিয়ে যেতে এসেছি। আমি ওকে ছাড়া বাঁচবো না।

তন্বী বলেন, টিকটক থেকে পরিচয় হওয়ার পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার সাথে যুক্ত হই। পরে সে (সুবর্ণা) একটা গ্রুপে আমাকে যুক্ত করে। আমাকে মজা করে সুবর্না বউ বলে ডাকতো। পরে সে আমাকে বিবাহ করছে চায়। আমরা কোরআন শরীফ ছুঁয়ে কসম করি। আজকে আমাকে নিতে আসছে।

তন্নীর পরিবারসূত্রে জানা যায়, সুবর্ণা শুক্রবার তন্বীর বান্ধবী পরিচয়ে বাড়িতে বেড়াতে আসে। তাদের এ সম্পর্কের ব্যাপারে কিছুই জানে না তারা।

এ ব্যাপারে সুবর্ণার মা পারভিন বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমার মেয়েকে নিয়ে আসবো, একটু সময় দেন আমাদের।

এদিকে, মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়েকে স্ত্রী হিসাবে দাবি করার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদেরকে এক নজর দেখতে উৎসুক জনতা ও এলাকাবাসী ভিড় করেন তন্বীর বাড়িতে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, এটা বিয়ের কোন বিষয় না। তারা দুজনেই টিকটক করে। তারা দুজনই বান্ধবী। সুবর্ণা এখন পুলিশ হেফাজতে আছে। তার মা-বাবা আসলে তাকে তাদের হেফাজতে দেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ
ফেসবুক পেজ হ্যাক, উদ্ধারের পর যা জানালেন হানিফ সংকেত
সোনারগাঁয়ে ইসতিসকার নামাজ আদায়
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
X
Fresh