• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কিশোরগঞ্জে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২০, ১৪:৪০
Kishoreganj
ছবি সংগৃহীত

সদরে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খামারের মালিক মৎস্য চাষি হুমায়ূন কবির ও কামাল উদ্দিন জানান, তাদের সাত একর জমির মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার পাবদা, ও বিভিন্ন জাতের বাংলা মাছ নিধন করে দিয়েছে দুর্বৃত্তরা।

খামারের মালিকরা জানান, গতকাল মঙ্গলবার এলাকাবাসীর কাছে খবর পেয়ে এসে দেখেন খামারে মাছ ভেসে উঠেছে পরে বিকেলের দিকে মাছ মরতে শুরু করেছে।

এদিকে ঘটনার পর থেকে মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে ওঠায় শত শত এলাকাবাসী মরা মাছ ধরে নিয়ে যায় খামার থেকে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান আরটিভি নিউজকে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুলভ মুল্যে মাছ-মাংস-ডিম বিক্রি কার্যক্রম, বাড়ছে ভিড়
খামারে আগুন, ২ গবাদিপশুর মৃত্যু
অভয়াশ্রমে মৎস্য শিকার, ১৮ জেলের কারাদণ্ড
কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪
X
Fresh