• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাউখালীতে ব্রিজের দাবিতে অবস্থান কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯
ব্রিজ অবস্থান কর্মসূচি
ব্রিজের দাবিতে অবস্থান কর্মসূচি

পিরোজপুরের কাউখালী উপজেলার এস বি সরকারি বালিকা বিদ্যালয়সংলগ্ন এল জি ইডি’র ব্রিজটি গেল ২১ সেপ্টেম্বর ব্রিজটি বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় ভেঙে যায়।

ব্রিজটি নির্মাণের দাবিতে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ব্রিজের ভাঙা অংশের ওপর এলাকার সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসূচি পালন করে। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি নির্মাণের দাবিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ব্যবসায়ী অরবিন্দ সিকদার, কমল বসু, মালো দেবনাথ, নয়ন সিকদার, শিক্ষার্থী অর্ক সিকদার।

এই অবস্থান কর্মসূচির সংবাদ পেয়ে অবস্থান কর্মসূচির স্থানে উপস্থিত হয়ে বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মোছা খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন এই জনগুরুত্বপূর্ণ ব্রিজটি জরুরি ভিত্তিতে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী
---------------------------------------------------------------

পরে তাদের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।

এ ব্যাপারে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, এই ব্রিজটি দিয়ে উপজেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। ব্রিজটি নির্মাণ না করার ফলে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন ব্রিজটি জরুরি ভিত্তিতে নির্মাণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে আটকে গেলো বাস, যাত্রীদের দুর্ভোগ 
X
Fresh