• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় গাছে ইমামের ঝুলন্ত লাশ

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ অক্টোবর ২০১৯, ১৬:০১
মরদেহ ইমাম সুদ
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার গোবিন্দ দেবোত্তর বিলের পাশের গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমামের নাম আবুল কালাম আজাদ। তিনি উপজেলার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় দাদন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম ও রাজু মিয়ার সঙ্গে সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল।

তারা জানান, আবুল কালম আজাদ শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। নামাজ শেষে সেখান থেকে দাদন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম ও রাজু মিয়া তাকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে সকালে পাশের গ্রামের গোবিন্দ দেবোত্তর বিলে গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মনে করা হচ্ছে, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
---------------------------------------------------------------

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস.এম আবদুস সোবাহান আরটিভি অনলাইনকে বলেন, স্বজনদের মৌখিক অভিযোগের কারণে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh