logo
  • ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩ ফাল্গুন ১৪২৬

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
|  ১৯ অক্টোবর ২০১৯, ১০:৫১ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:৪০
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাকটির চালক। 

শনিবার (১৯ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার নারাতপাড়া গ্রামের বাবু মিয়া (৩২) এবং একই এলাকার রহমত আলী (২৫)।

জানা গেছে, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের বডি কেটে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। 

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভোররাত ৩টার দিকে মৌচাকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হন। অন্য ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন 

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়