• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা, আহত ৬

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২২ এপ্রিল ২০১৯, ২০:২১

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আছাদগঞ্জ এলাকায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ১৪ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আহত হয়েছেন তিন এএসআইসহ ৬ পুলিশ সদস্য।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আছাদগঞ্জের শুটকিপট্টি এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, ওয়াসিমকে গ্রেপ্তার করতে গেলে সেখানকার তার লোকজন জড়ো হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলিবর্ষণ করি। ওয়াসিমকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

আহত ৬ পুলিশ সদস্যের মধ্যে তিনজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং তিনজন কনস্টেবল বলে জানিয়েছেন ওসি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ নিতে বাড়িতে কনস্টেবল, আটকে ৯৯৯-এ কল
কিরগিজস্তানে নিরাপদে বাংলাদেশি শিক্ষার্থীরা, পরিস্থিতি স্বাভাবিক
হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
এবার মিরপুরে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
X
Fresh