আরটিভি অনলাইন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৮, ১৮:৩৩
আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৯:০১
আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৯:০১
সাভারে আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার চুরি

আরও পড়ুন :বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
------------------------------------------------------- সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি বলেন- সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, চোরচক্রের সদস্যরা মার্কেটের নিচতলা দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তারা সংখ্যায় অনেক এবং হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ও মেশিনারিজ নিয়ে এসেছিল। তাদের মুভমেন্ট দেখে মনে হয়েছে যদি ভেতরে কোনও গার্ড থাকতো তাকেও হয়তো মেরে ফেলতো। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যামেরা এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরচক্রের সদস্যদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। আরও পড়ুন : পি