• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

সাভারে ভাঙারির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ২১:৫৬
সাভারে ভাঙারির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি : আরটিভি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পৌর এলাকার ব্যাংক কলোনিতে একটি ভাঙারির গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা ভাঙারির টিনসেড গোডাউনে আগুন দেখতে পায়। পার্শ্ববর্তী গাড়ির গ্যারেজের কর্মচারীরা এবং চায়ের দোকানিরা এগিয়ে এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে বিসিক শিল্পনগরীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ সময় মহাসড়কে যানজট দেখা দিলে সাভার মডেল থানা পুলিশ যানজট নিয়ন্ত্রণ এবং আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে পরবর্তী আধঘণ্টা রাত ৮টা পর্যন্ত আমরা পুরো বিষয়টি মনিটরিং করি। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

তবে গুরুত্বপূর্ণ এমন এলাকায় ভাঙারির গোডাউন গড়ে তোলা বিধি মোতাবেক হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানা অফিসার ইনচার্জ শাহ্ জামান।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আগুন নিয়ন্ত্রণ এবং যানজট নিয়ন্ত্রণে আমরা তৎপর ছিলাম। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে এসি বিস্ফোরণ : আহত নাহিদের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
X
Fresh