• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পলাশবাড়ী পৌরসভার মেয়রকে শোকজ

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৪, ২১:৫৬
পলাশবাড়ী পৌরসভার মেয়রকে শোকজ
মেয়র গোলাম সারোয়ার প্রধান। ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সারোয়ার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

মেয়রকে শুক্রবার রাত ৯টায় সহকারি জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়। রাতে তিনি ব্যাখ্যা প্রদান করেন।

নোটিশে বলা হয়, গাইবান্ধা-৩ আসনের গত বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা শহরের শহীদ মিনারে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তব্য প্রদানকালে পৌর মেয়র বলেন, কে কী করে জানা আছে; সময় আছে, ফিরে আসেন নৌকায়, নইলে ৮ তারিখে পলাশবাড়ীর মাটিতেই তাদের বিচার হবে।

এসব বক্তব্যের মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) নং-এর বিধান লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানোর নোটিশ ও আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদানের সক্ষমতা আরও বাড়াবে ডিএনসিসি : মেয়র আতিক 
কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রিতু 
প্রচারে বাধা: কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, মেয়রের বিচারের দাবি 
X
Fresh