• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

রেললাইনের ফিস প্লেট খোলার সময় ২ সহোদর আটক

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৪, ২৩:৫০
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের ফিস প্লেট ও নাট খোলার সময় দুই সহোদরকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটক দুই সহোদর হলেন পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকার ইমন মিয়া রিমন ও সাগর মিয়া।

এ ঘটনায় আটক দুই সহোদরের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তারা এলাকার চিহ্নিত চোর দাবি করে রেলওয়ে পুলিশ জানায়, এর আগেও তাদের বিরুদ্ধে এ থানায় ছয়টি মামলা রয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরবের জগন্নাথপুর এলাকার ৩৩ নং ব্রিজের কাছে রেললাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলা হচ্ছে মর্মে সংবাদ পেয়ে আমরা সেখানে যাই। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ইমন ও সাগর নামে দুই সহোদরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি ফিস প্লেট ও পাঁচটি নাট উদ্ধার করে জব্দ করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অল্পতেই মুম্বাইকে আটকে রাখলো লখনৌ
ঘরের মাঠে দিল্লিকে অল্পতেই আটকে দিলো কলকাতা
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে প্রার্থীসহ আটক ৮
X
Fresh