• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, গোপালগঞ্জ

  ২৪ জুলাই ২০১৭, ১১:১৮

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম কাজী মাহাবুব (৫০)।

গোপালগঞ্জ সদরে গেলো ১৫ জুলাই রাত ৯টার দিকে তাকে কুপিয়ে আহত করার পর রোববার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহবুবের বাড়ি জেলা শহরের পাবলিক হল রোডে। তিনি গোপালগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের স্ট্যাম্প ভেন্ডার ছিলেন।

জানা যায়, কাজী মাহবুবের মেয়ে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আকাশ নামে এক বখাটে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে মাহবুব তাকে কয়েকবার নিষেধ করলেও তা না শুনে আরো বেশি উত্ত্যক্ত করতে থাকেন বখাটে আকাশ। পরে মাহবুবের অভিযোগে পুলিশ আকাশকে ধরে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

এরপর ১৫ জুলাই রাতে আকাশসহ কয়েকজন সন্ত্রাসী মাহবুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।

তিনি আরো জানান, মরদেহ সোমবার ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএস/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচ্ছেদের খবর জানালেন শাহরুখ কন্যা সুহানা
পরকীয়া করে বিয়ে, সৎ মেয়েকে পিটিয়ে মারলেন বাবা
ছবির ছোট্ট মেয়েটি একসময়ের জনপ্রিয় অভিনেত্রী
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
X
Fresh