• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বৈঠা দিয়ে পিটুনি, স্বতন্ত্র প্রার্থীর ৬ জন হাসপাতালে

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২১, ০৮:৪৬
বৈঠা দিয়ে পিটুনি, স্বতন্ত্র প্রার্থীর ৬ জন হাসপাতালে

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নে নৌকা প্রার্থীর লোকজন বৈঠা দিয়ে পিটিয়ে স্বতন্ত্র প্রার্থীর ৬ অনুসারীকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক আলম সরকার ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার(১৮ নভেম্বর)সন্ধ্যায় চণ্ডীগড় বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোকন সরকার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম, এহসানুল হক, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান ও জজ মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে চণ্ডীগড় বাজার এলাকায় প্রচারণা শেষে কেরণখলার উদ্দেশ্যে রওয়ানা দেন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা। এ সময় নৌকা প্রার্থী আলতাবুর কাজলের ভাই মিলন মিয়ার নেতৃত্বে ১০/১২ জন লোক তাদের গতিরোধ করে নির্বাচনী প্রচারের গাড়ি, মাইকসহ বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। তখন হামলাকারীদের সাথে থাকা কাঠের বৈঠা দিয়ে বেধড়ক পিটুনি দেয় তাদের। এতে ৬ জন আহত হন। বাজারে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু করেছি।আইন অনুযায়ী সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ওসি।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে আনারসকে বিজয়ী করতে একই মঞ্চে আওয়ামী লীগ
নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৭
সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত ২, আহত ১১
গাঁজা সেবন নিয়ে সংঘর্ষ, আহত ৩
X
Fresh