• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৭

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ১৭:১৩
নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৭
ছবি : সংগৃহীত

নড়াইলে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পল্লীবিদ্যুতের সাত শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৯ মে) রাত আড়াইটার দিকে নড়াইল শহরতলীর কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর এক শ্রমিককে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শ্রমিকরা জানান, রাত দেড়টার দিকে নড়াইল সদরের রতডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি বৈদ্যুতিক পিলার ভেঙে গেছে জানতে পেরে জরুরি ভিত্তিতে ভেঙে পরা পিলারটি পুনঃস্থাপনের জন্য ঘটনাস্থলে যান একই উপজেলার তালতলা পল্লী বিদ্যুতের কয়েকজন শ্রমিক। সেখানে তারা কাজ শেষে করে তালতলা কেন্দ্রে ফেরার পথে তাদের নছিমনটি কমলাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ মোট সাত জন শ্রমিক আহত হন।

তারা আরও জানান, পরে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতার মামলা, গ্রেপ্তার ৪
নড়াইলে বিষপানে কলেজছাত্রের আত্মহত্যা
নড়াইল-যশোর সড়কে মাছবাহী-মুরগিবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ১
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু