• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

সেনবাগে আনারসকে বিজয়ী করতে একই মঞ্চে আওয়ামী লীগ

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ২২:১৪
সেনবাগে আনারসকে বিজয়ী করতে এক মঞ্চে আওয়ামী লীগ
ছবি : আরটিভি

আনারস প্রতীককে বিজয়ী করতে বিভেদ ভুলে নোয়াখালীর সেনবাগের আওয়ামী লীগ এক মঞ্চে এসেছে। এই শক্তিকে কাজে লাগিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপুকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন সার্ক চেম্বারের সভাপতি জসিম উদ্দিন।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত আনারস প্রতীখ নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় সাইফুল আলম দীপু বলেন, সবাই ভোটকেন্দ্রে গেলে আনারসের বিজয় নিশ্চিত হবে।

মিছিলের পর মিছিল নিয়ে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন পৌর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যা হলেও মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্যা বাহার বলেন, ‘৯০ শতাংশ আওয়ামী লীগের নেতাকর্মী আনারস মার্কার পক্ষে আছেন। উন্নয়নের স্বার্থে সাইফুল আলম দীপুকে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী করতে হবে।’

বেঙ্গল গ্রুপের পরিচালক শামসুল আলম সুমন বলেন, ‘উন্নয়নের স্বার্থে সাইফুল আলম দীপুকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাবে ইনশাআল্লাহ।’

মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপু বলেন, ভোট কেন্দ্রে উপস্থিতি বেশি হলে আনারসের বিজয় নিশ্চিত হবে।

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন, ‘উপজেলা নির্বাচনকে ঘিরে সেনবাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে। এখন কেবল আনারসের বিজয়ের অপেক্ষা।’

জনসভা শেষে সেনবাগ পৌর এলাকায় আনারস মার্কার মিছিলে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।

এর আগে বিকেলে নবীপুর ইউনিয়ন আওয়ামী উদ্যোগে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনাসর মার্কার নির্বাচনী জনসভায় সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহত ও আহতদের জন্য দোয়া করবে আ.লীগ
১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ড. ইউনূস: নানক
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে: কাদের
বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে কলেজছাত্রী