• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১০
হত্যা×যাবজ্জীবন×কারাদণ্ড×জেলা×আদালত×শীল×সরকার×ইসলাম×
ফাইল ছবি

ফরিদপুর শহরতলির পশ্চিম গঙ্গাবর্দি গ্রামের আছমত শেখ(২৮) নামে এক যুবককে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ আদেশ দেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার টুটুল বাবুচির ছেলে জান্নাত শেখ(২৮) ও মৃত রমেশ চন্দ শীলের ছেলে শরীফুল ইসলাম সুমন(৩২)।

রায়ের সময় তারা দুজনব আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদেরকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ মামলার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার আরটিভি নিউজকে জানান, ২০১৫ সালের ২১ জুন সন্ধ্যা থেকে ২৪ জুন সকাল থেকে নিখোঁজ ছিলেন আছমত শেখ। এরপর পশ্চিম গঙ্গাবর্দি গ্রামের লোকমান শেখের পাটক্ষেত থেকে ২৪ জুন সকাল সাড়ে সাতটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে তার ভাই হাসমত শেখ (২৯) বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর আটক করা হয় জান্নাত শেখ ও শরীফুল ইসলাম সুমনকে। তিনি বলেন রাষ্ট্রপক্ষ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি সন্দেহীতভাবে প্রমাণ করায় বিজ্ঞ আদালত তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
প্রচারে বাধা: কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
X
Fresh