• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

‘প্রধানমন্ত্রীর নির্দেশে পাটকল বন্ধ করা হয়েছে’

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১৮:৫৯
Jute mills, closed, PM order'
‘প্রধানমন্ত্রীর নির্দেশে পাটকল বন্ধ করা হয়েছে’

সারা দেশে ২৫টি পাটকলে বছরে ১ হাজার কোটি টাকা লোকসান হয়।লোকসান থেকে বের হতে প্রধানমন্ত্রীর নিদের্শনায় পাটকলগুলো বন্ধ করা হয়েছে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাকক্ষে ‘স্ট্রেংথেনিং অফ জুট ফাইবার ফর কম্পোজিট আ্যপ্লিকেশন’ শীর্ষক সেমিনারে সচিব এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বলেন, পাটকলগুলো বন্ধ করা হলেও শ্রমিকদের কোনও সমস্যা হয়নি। সবাই তার ন্যায্য পাওনা বুঝে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৬৯ হাজার শ্রমিকদের মধ্যে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা বিতরণ করেছে। কোনও সমস্যা হয়নি। কারণ, কোনও প্রক্রিয়ায় দুর্নীতির ‘দ’ ছিল না।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবির সাবেক সভাপতি আবদুস সবুর, আইইবির বর্তমান সভাপতি নুরুল হুদা প্রমুখ।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করা হচ্ছে’
মাছিকে বন্ধু বানিয়ে মাসে লাখ টাকা আয় মিজানুরের 
নোবিপ্রবির ২ হলে ডাইনিং-ক্যান্টিন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশের ডাক
X
Fresh