• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভিপি নুরকে পাসপোর্ট না দেয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০২০, ২৩:২৭
ভিপি নুরকে পাসপোর্ট না দেয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে পাসপোর্ট না দেয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি কেন নুরকে পাসপোর্ট দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ ছাড়া ২৭ জানুয়ারির মধ্যে পাসপোর্টের অগ্রগতি জানাতেও পাসপোর্ট অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। আদালতে নুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।

নুরুল হক নুর এ বিষয়ে সাংবাদিকদের বলেন, জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে তিনি গত বছরের এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন। কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হয়নি।

তবে এবিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, মামলা থাকায় তাকে (নুর) পাসপোর্ট দেয়া হয়নি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
X
Fresh