• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে প্রায় এক কোটি টাকাসহ সার্ভেয়ার আটক

কক্সবাজার প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০০
র‌্যাব,
অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা জব্দ করেছে র‌্যাব

কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার তিন সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা জব্দ করেছে র‌্যাব। এসময় ২ সার্ভেয়ার পালিয়ে গেলেও ওয়াসিম নামে এক সার্ভেয়ারকে আটক করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-১৫ এর একটি টিম কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া ও বাহারছড়া এলাকায় এ অভিযান চালান।

র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মে. মেহেদী হাসান জানান, বিপুল পরিমাণ অবৈধ টাকা মজুদের খবর পেয়ে র‌্যাবের একটি টিম প্রথমে শহরের তারাবনিয়ার ছড়ায় সার্ভেয়ার ওয়াসিম ও ফেরদৌসের বাসায় অভিযান চালায়। র‌্যাব’র উপস্থিতি টের পেয়ে ফেরদৌস পালিয়ে গেলেও সার্ভেয়ার ওয়াসিমকে প্রায় ৭ লাখ টাকাসহ আটক করতে সক্ষম হয় র‌্যাব।

এসময় ফেরদৌসের বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ২৭ লাখ টাকা। পরে র‌্যাব টিম বাহারছড়া এলাকায় সার্ভেয়ার ফরিদের বাসায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা জব্দ করে। এসময় বিভিন্ন সরকারি নথিপত্র ও চেকসহ লেনদেনের কাগজপত্র জব্দ করা হয়। তিনি আরো জানান, অভিযান চলমান রয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
ঈদের জামাত ঘিরে নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব ডিজি
X
Fresh