• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লঞ্চ থেকে চাঁদা না দেওয়ায় মারধর ও ভাঙচুরের অভিযোগ 

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৪:৪৫
Allegations of beating and vandalism of the launch for not paying the dues
ঢাকার সদরঘাটে জাহিদ-৮ লঞ্চের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন

চাঁদা না পেয়ে মারধর ও লঞ্চ ভাঙচুরের অভিযোগে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যানের ইকবাল মাহমুদ লিটনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে এম,ভি জাহিদ ৩ লঞ্চ কর্তৃপক্ষ।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা সদরঘাটে জাহিদ-৮ লঞ্চের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় মেসার্স ওহাব নেভিগেশনের মালিক আশরাফুল আলম লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমাকে সদর উপজেলা চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন আপ্যায়নের কথা বলে তার ইউনিয়নের ৪টি ঘাটে লঞ্চ ভেড়াতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাতে আমি রাজি না হলে ওই ৪টি ঘাটে লঞ্চ ভেড়ানো বন্ধ করে দিলে গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার মালিকানাধীন জাহিদ-৩ লঞ্চে এ হামলা চালায়। কেবল তা’ই নয়, তারা আমার লঞ্চে রক্ষিত ৩ লাখ ৬৫ হাজার টাকা লুট করে এবং লঞ্চের মাস্টার আব্দুস সাত্তারকে (৭০) গুরুতর আহত করে। এখন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

কেএফ/এসকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
X
Fresh