• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

২০৯টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৬০ লাখ টাকা জরিমানা

আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৯:০২
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই)

সারাদেশে অনুমোদন ছাড়া পণ্য এবং ওজন কম দেওয়ার অপরাধে গত মে মাসে ২০৯টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (১০ জুন) সংস্থাটি এসব তথ্য জানায়। দেশব্যাপী মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে র্যা ব এবং পুলিশের সহায়তায় মে মাসে ৭৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বিএসটিআই’র অনুমোদন ছাড়া পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করায় ১৩০টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৪১ লাখ টাকা জরিমানা আদায়সহ ১টি প্রতিষ্ঠান সিলগালা এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপে কম দেওয়ায় ৭৯টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই সময়ে ১৬১টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ৩৪টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে বলে জানায় সংস্থাটি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
পাহাড় কেটে সুইমিং পুল, মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা 
X
Fresh