• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যাত্রাবাড়ী থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২০, ১৯:১২
7 arrested with 40,000 pieces of yaba from Jatrabari
যাত্রাবাড়ী থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ট্রাক, ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা টিম। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ তরিকুল ইসলাম (৩৭), মোঃ ফারুক হোসেন (৪৮), মোঃ রকিবুল হক ওরফে রাকিব (২৬), মোঃ রফিকুল ইসলাম ওরফে শাওন (২৩), ফরহাদ ভূঁইয়া (১৯) ও মোঃ আল আামিন (৩২)।

অভিযান সম্পর্কে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন বলেন, আমাদের কাছে তথ্য ছিল, যে যাত্রাবাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান ট্রাকে করে নিয়ে আসছে। সেই সূত্র ধরে, শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক আটকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেখানো মতে ট্রাকের ভেতর থেকে ৩৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা আরো জানান, কক্সবাজারের নাপিতখালী থেকে মোশারফের কাছ থেকে তারা ইয়াবা ট্যাবলেটগুলো কিনে ঢাকার মাদক ব্যবসায়ী রিপন ও ভাবীর (ছদ্মনাম) নিকট সরবরাহ করে। তাদের তথ্য মতে অভিযান পরিচালনার সময় রিপন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনেছে এমন ৪ জন (রাকিব, শাওন, ফরহাদ ও আল আামিন) মাদক ব্যবসায়ীকে যাত্রাবাড়ী থানার ধলপুর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের চারজনের কাছ থেকে ২০০ পিস করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে রোববার (২৬ জুলাই) বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এসএ/পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
যাত্রাবাড়ীতে দীর্ঘ যানজট, চরম ভোগান্তি
ডিএমপির আর্থিক অনুদান পেলেন ২১৭ পুলিশ সদস্য
ডিএমপির ২ কর্মকর্তাকে বদলি
X
Fresh