logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৬ জুলাই ২০১৯, ১৭:০২ | আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৮:০৮
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। প্রতিশ্রুত পাঁচ দফা দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন বলে জানা গেছে। 

আন্দোলনের অংশ হিসেবে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর আরটিভি অনলাইনকে বলেন, সময়মতো পরীক্ষা হচ্ছে না। তাছাড়া ফলাফল প্রকাশে সাত থেকে আট মাস লাগছে। তিনি অভিযোগ করেন, বিনা নোটিশে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের গণহারে ফেল করানো হচ্ছে। খাতার সঠিক মূল্যায়ন হচ্ছে না। 

তিনি দাবি করেন, সিলেবাস বহির্ভূত প্রশ্নপদ্ধতি আনা হয়েছে। যার বিষয়ে শিক্ষার্থীরা অবহিত না। এসব দাবি এর আগে জানানো হলেও ভিসির আশ্বাস বাস্তবায়ন হয়নি।

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়