• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

‘বৃষ্টিতে সারাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে’

আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ১৭:২৭
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বৃষ্টিতে সারাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার (২৬ মে) সচিবালয়ে আন্তঃমন্ত্রণলায় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এক ব্রিফিংয়ে এ কথা জানান।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে, মধ্যরাতে বাংলাদেশ পার হবে। উপকূল এলাকায় গতিবেগ ১২০ কিমি থাকবে। উপকূলীয় এলাকায় ১০ ফুটের বেশি জলোচ্ছ্বাস হবে।

তিনি বলেন, ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, সারাদেশ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া পাহাড়ধসেরও আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। দেশের ভেতরে নৌ চলাচল বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রস্তুতি নিয়েছি। মানুষের জান-মালের নিরাপত্তায় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অভিজ্ঞতা অনুযায়ী প্রস্ততি নিয়েছি। ঝুঁকিপূর্ণ এলাকার সব মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। চিকিৎসা সামগ্রী, শুকনো খাবার আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

তিনি বলেন, সমস্ত প্রশাসন প্রস্তুত আছে। আশ্রয়কেন্দ্রে ৮ লাখের বেশি মানুষ এসেছে। মহাবিপদ সংকেত থাকায় উপকূলের সব মানুষকে নিরাপদে সরানো হয়েছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র আছে। সশস্ত্র বাহিনীসহ অন্য বাহিনীগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে ডুবল সিলেট, ম্লান ঈদ আনন্দ
ঈদের দিন রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা 
আলোচনায় ফারহানের নতুন নাটক, কাঁদছে দর্শক
বৃষ্টিতে পরিত্যক্ত কানাডা-ভারত ম্যাচ, অপরাজিত থেকে সুপার এইটে কোহলিরা