• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

মিউনিখ থেকে জয় নিয়েই ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক

  ২৬ এপ্রিল ২০১৮, ০৯:৫৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আর রিয়াল নামটা যেন প্রায় সমার্থক শব্দ। কোপা ডেল রে, লা লিগায় ব্যর্থ দলটি ঠিকই সেরা ছন্দে আছে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে। গত দুই বারের চ্যাম্পিয়নদের সামনে সুযোগ আছে টানা তিন বারের মতো ফাইনাল খেলার। এই লড়াইয়ে প্রথম দেখায় এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা। তাও আবার বায়ার্নের মাঠে।

আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমে পিছিয়ে পরেও মার্সেলো ও মার্কো আসেনসিওর গোলে সেমি-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল বায়ার্ন।

ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা স্বাগতিকরা অষ্টম মিনিটে বড় ধাক্কা খায়। চোট পেয়ে মাঠ ছাড়েন আরিয়েন রবেন, বদলি নামেন থিয়াগো আলকান্তারা। ২৮তম মিনিটে হামেস রদ্রিগেসের থ্রু পাস ডি-বক্সে ধরে জোরালো শটে রিয়ালের জালে বল পাঠান জার্মান ডিফেন্ডার জসুয়া কিমিচ।

৪৪তম মিনিটে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা। ডান দিক থেকে কারভাহালের উঁচু করে বাড়ানো বলে রোনালদো বাইসাইকেল কিকের চেষ্টায় ব্যর্থ হলে পেয়ে যান মার্সেলো। ডি-বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

--------------------------------------------------------
আরও পড়ুন : ধোনি তাণ্ডবে ধূলিসাৎ বিরাটের দল
--------------------------------------------------------

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে খেলতে থাকে এরই মধ্যে বুন্ডেসলিগার শিরোপা নিশ্চিত করা বায়ার্ন। তবে ৫৭তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় অতিথিরা।

দুই মিনিট পরেই সমতায় ফিরতে পারতো জার্মান পাওয়ার হাউজটি। কিন্তু রিবেরির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন নাভাস। ৬৭তম মিনিটে গোলমুখে মুলারের প্রচেষ্টা লেভানদোভস্কির গায়ে বাধা পেলে হতাশা বাড়ে দলটির।ম্যাচের বাকি সময়ে স্বাগতিকদের কয়েকটি আক্রমণ ব্যর্থ হওয়ায় ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ফিরতি লেগে আগামী ১ মে মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নকে আতিথেয়তা দিবে রিয়াল।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বেলিংহ্যাম একা ইংল্যান্ডকে ইউরো জেতাতে পারবে না’
রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এমবাপ্পে!
রিয়াল মাদ্রিদের শিরোপা উল্লাসের দিনে ৫৩ জন দর্শক গ্রেপ্তার
চাপ উড়িয়ে চ্যাম্পিয়ন রিয়াল, স্বপ্নভঙ্গ ডর্টমুন্ডের