• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মাঠ না পাওয়ায় টাইগারদের অনুশীলন বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৮, ১৭:৩৭

নিদাহাস ট্রফিতে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। পাশাপাশি এ জয়ের ফলে প্রথম ম্যাচে হারলেও আসরে দারুণভাবে টিকে রইলো তারা।

বুধবার ভারতের বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ টাইগারদের। কিন্তু এ ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলন করার কথা থাকলেও তা করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) যে মাঠের ব্যবস্থাই করতে পারেনি তাদের জন্য!

সফরকারি দলের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করার কথা আয়োজকদেরই। অথচ লঙ্কান বোর্ড এ জায়গায় যেনো একেবারেই উদাসীন। বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য একটি মাঠের ব্যবস্থাও করে দিতে পারেনি তারা।

শ্রীলঙ্কায় এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

আজ স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভারতের। এর আগে দু’দলের প্রথম দেখায় লঙ্কানরা জয় পেয়েছিল। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন দলই একটি করে জয় ও সমান ম্যাচে হেরেছে। আসরে প্রতিটি দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে।

প্রসঙ্গতঃ প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার ছুড়ে দেয়া ২১৫ রানের বড় লক্ষ্যও ৫ উইকেট আর ২ বল হাতে রেখে পেরিয়ে যায় টাইগাররা। ফলে এখন টুর্নামেন্টটা উম্মুক্ত হয়ে গেছে তিন দলের জন্যই।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ মে : ইতিহাসে আজকের এই দিনে
‘সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে’
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল
‘তামিমের জাতীয় দলে ফেরা উচিত হবে না'
X
Fresh