• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সার্জনের চাকুর নিচে নেইমার

স্পোর্টস ডেস্ক

  ০৩ মার্চ ২০১৮, ১২:০০

গেলো রোববার ফ্রেঞ্চ লিগওয়ানের ম্যাচে পায়ে চোট পান নেইমার। লিগামেন্টে চোটের সঙ্গে পায়ের কনিষ্ঠ আঙুলের হার ভেঙেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকার। যা চিকিৎসা বিজ্ঞানে মেটাটারসাল হিসেবে পরিচিত। অস্ত্রোপচার না করলে সুস্থ হওয়া কঠিন। তাই গেলো বৃহস্পতিবার মাতৃভূমিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। আজ শনিবার স্থানীয় সময় সকালে সার্জনের চাকুর নিচে শুতে হয়েছে ২৬ বছর বয়সী এই ফুটবলারকে।

বেলো হরিজেন্তোতের মাতে দেই হাসপাতালে সাম্বা তারকার অস্ত্রোপচারে করা হচ্ছে।

ব্রাজিল জাতীয় দলের সার্জন রডরিগো লাসমারের নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিকেল দল এতে অংশ নিচ্ছেন।

এটি তেমন জটিল নয় উল্লেখ করে সেলেকাওদের সাবেক চিকিৎসক হোসে লুইজ রানকো এএফপিকে বলেন, অস্ত্রোপচার করতে ১ ঘণ্টা থেকে ৯০ মিনিট লাগতে পারে।

এদিকে লাসমার জানিয়েছেন, প্রায় আড়াই থেকে তিন মাস বিশ্রামে থাকতে হতে পারে ব্রাজিলের প্রাণভোমরাকে।

আগামী ৬ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে নামবে পিএসজি। শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লেগের এই ম্যাচে রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দেয়া নেইমারকে পাচ্ছেনা প্যারিসের দলটি। এমনকি পুরো মৌসুম জুড়েই বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হবে কোচ উনাই এমেরির শীষ্যদের।

শুধু তাই নয়, আগামী জুন থেকে শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপে সাম্বা কিংয়ের খেলা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা!

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে দেখা মিললো নেইমারের
ব্রাজিলে বন্যার্তদের সহায়তায় বিমানভর্তি ত্রাণ পাঠালেন নেইমার
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
X
Fresh