• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মেসি-সুয়ারেজময় আরেকটি ম্যাচে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ১০:৫৯

বার্সেলোনার ম্যাচ মানে এখন স্কোরলাইনে দুটো নাম দেখার নিশ্চয়তা। কার বিপক্ষে ম্যাচ কিংবা কোন মাঠে ম্যাচ, সেটাও যেন এখন আর কোনো বিষয় নয়! আজও এর কোনো ব্যতিক্রম হয়নি। এ মৌসুমে খুনে ফর্মে থাকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে আলাভেসকে হারিয়েছে কাতালানরা। তবে ম্যাচের ফল অন্য কিছু হলেও বিস্ময় জাগত না আজ।

এবারের মৌসুমে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বার্সেলোনা। লিগের দ্বিতীয় পর্ব শুরুর আগেই অন্য প্রতিপক্ষদের তুলনায় নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল আর্নেস্তো ভালভেরদের শির্ষ্যরা। চ্যাম্পিয়নস লিগেও খেলছে দারুণ। আর দলটির এমন দুরন্ত পারফরম্যান্সের মূলে অবশ্যই লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। বার্সার আক্রমণ ভাগের দুই প্রাণভমোরা গোলের পর গোল করে চলেছেন।

এবারের লিগে রোববার রাতেই যেমন নিজের ২০তম গোলটি করলেন লিওনেল মেসি। ১৬তম গোলের দেখা পান লুইস সুয়ারেজ। এদিন বার্সার জয় পেতে অবশ্য বেশ কষ্টই করতে হয়েছে।

এ ম্যাচের প্রথমার্ধের ভিডিও ইউরোপের বড় দলগুলো চাইলে সংগ্রহ করে রাখতে পারে। বার্সেলোনাকে আটকে রাখতে চাইলে কী করা উচিত, সেটা দেখিয়েছিল আলাভেস। আলাভেস ম্যানেজার আবেলার্দো ফার্নান্দেজ তার দলকে একটি কৌশলই বলেছেন, ডি বক্সের আসে পাশে আটজন থাক আর বাকি দুজন অপেক্ষায় থাক প্রতি আক্রমণের। এতেই প্রথমার্ধে অন্তত ৩-৪টি গোলের সুযোগ পেয়ে গিয়েছিল আলাভেস।

--------------------------------------------------------
আরও পড়ুন: মাইফলকের ম্যাচে মেসির সামনে আলাভেস
--------------------------------------------------------

রোববার রাতে কাম্প ন্যুয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকের ক্লাব আলাভেসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। আগস্টে দলটির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল ভালভেরদের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকে বল পেতে লড়াই করতে থাকা আলাভেস ১৬তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যেতে পারতো। তবে দ্রুত এগিয়ে এসে সে যাত্রায় দলকে বাঁচান বার্সেলোনার গোলপোস্টের অতন্দ্রপ্রহরী টের স্টেগেন।

বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি তিনি। সাত মিনিট পর অর্থাৎ ২৩ মিনিটেই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাস থামিয়ে দেয় আলাভেসের ইয়োন গিদেত্তি। নিজেদের সীমানা থেকে স্প্যানিশ মিডফিল্ডার ইবাই গোমেসের লম্বা পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় ছুটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সুইডেনের এই ফরোয়ার্ড। পিছনে ছোটা ডিফেন্ডার সামুয়েল উমতিতি বাধা দেয়ার কোনো সুযোগই পাননি।

খানিক পর ফের গোল খেতে বসেছিল স্বাগতিকরা। এ যাত্রায় রুবেন সোব্রিনোর ভলি ঠেকান টের স্টেগেন। ৩০তম মিনিটে মেসির পাস ধরে উড়িয়ে মারেন আন্দ্রেস ইনিয়েস্তা। দুই মিনিট পর সুযোগ হারান বার্সেলোনার জার্সিতে প্রথমবার শুরুর একাদশে নামা ফিলিপে কুতিনহো। বিরতির আগে মেসির দারুণ ফ্রি-কিক বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ফের্নান্দো পাচেয়ো। বল তার হাত ছুঁয়ে পোস্টে বাধা পায়। তবে এই অর্ধে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা।

দ্বিতীয়ার্ধে নিজেদের বিধ্বংসী রূপ দেখায় বার্সা। বল দখলে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে গোল উৎসব শুরু করে বার্সা। এসময় দুর্দান্ত কিছু গোলের সুযোগ হাতছাড়া হয়। ৫৯তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল ছয় গজ বক্সের মুখে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি মেসি। দুই মিনিট পর পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়ে শট নিতে দেরি করে ফেলেন গোমেস।

৬৮তম মিনিটে মেসির বাড়ানো বল ছয় গজ বক্সের বাইরে পেয়ে সুয়ারেসের নেওয়া শট গোলরক্ষকের পায়ে বাধা পায়। দুই মিনিট পর গোলমুখে পাওলিনিয়োর প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক।

এমন অনেক সুযোগ নষ্টের ভিড়ে ম্যাচের ৭২ মিনিটে ন্যু ক্যাম্পের গ্যালারিতে উচ্ছ্বাস ছড়ান লুইস সুয়ারেজ। বাঁ-দিকের বাইলাইন থেকে আন্দ্রেস ইনিয়েস্তার দারুণ ক্রস ডান দিকে পেয়ে দুরূহ কোণ থেকে ভলিতে বল জালে জড়ান সুয়ারেস। এই নিয়ে লিগে টানা আট ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

লিগের শেষ আট ম্যাচে ১১টি ও এবারের লিগে মোট ১৬ গোল করলেন উরুগুয়ের স্ট্রাইকার।

আর ম্যাচের ৮৪ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন দলের সেরা তারকা লিওনেল মেসি। ২০ গজ দূর থেকে চমৎকার ফ্রিকিকে কাতালান ক্লাবটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষপর্যন্ত এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বার্সা। যদিও রিপ্লেতে দেখা গেছে, পাকো আলকাসেরকে ফাউলের জন্য ফ্রি কিক দেয়া হয়েছিল। অথচ ফাউলের মুহূর্তে আলকাসের অফসাইডে ছিলেন।

এবারের লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা ২০তম গোল।

গোল নিয়েই যথেষ্ট বিতর্কের জন্ম হতো। সে বিতর্কের আগুন উসকে দেয়া হয় ৮৭ মিনিটে। বার্সা ডি বক্সে সিজর কিক নিয়েছিলেন বার্সেলোনা থেকেই ধারে আলাভেসে খেলতে যাওয়া মুনির এল হাদ্দাদি। সে শট উমতিতির হাতে লেগে ফিরে এসেছে। কিন্তু আলাভেসের পেনাল্টির আবেদনে রেফারি সায় দেননি কোনো।

শেষ দিকে ডি-বক্সের মধ্যে থেকে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার গোলরক্ষক বরাবর শট নিলে ব্যবধান আর বাড়েনি।

প্রথম পর্বে দেপোর্তিভো আলাভেসকে ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২১ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২১ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। ২০ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে আলাভেসের পয়েন্ট মাত্র ১৯। ৬ জয়, ১ ড্রয়ের বিপরীতে ১৪টি হার তাদের। ২০ দলের মধ্যে তাদের অবস্থান ১৭।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ফুটবল
২০২৭ ফুটবল বিশ্বকাপের আয়োজক ব্রাজিল
আয়ে সবার শীর্ষে রোনালদো, মেসি কোথায়?
লা লিগায় জাভির শততম ম্যাচটি জয় দিয়ে রাঙালো বার্সেলোনা
X
Fresh