• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সোনার বাংলা পিতলের বাংলায় পরিণত হয়েছে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকের সোনার বাংলা যে ডামি সোনার বাংলায় পরিণত হয়েছে এটা আমরা মেনে নিতে পারছি না। ডামি সোনার বাংলা কথাটি আমাদের নয়, যারা সরকার চালাচ্ছেন, তারাই এই শব্দটি ব্যবহার করেছেন। ডামি সোনার বাংলা হলো, আসল সোনার বদলে নকল সোনা। খুব সাধারণ বাংলায় বললে, সোনার বাংলা আজ পিতলের বাংলায় পরিণত হয়েছে। রোববার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. আব্দুল মঈন খান বলেন, যদি তারা মনে করে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, বুলেটের জোরে, পুলিশ বাহিনীর জোরে বা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে জনগণের টুটি চেপে ধরে দেশের ক্ষমতায় চিরকালের জন্য আসীন হয়ে থাকবে, তাহলে তারা ভুল স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন তাদের ভেঙে যাবে। মঈন খান বলেন, স্বাধীনতার ৫৩ বছর আমরা পেরোতে চলেছি। এখনো মাঝে মাঝে সোনার বাংলার কথা শুনি। পতাকা থেকে সোনার বাংলা কথাটি এসেছে সেটা আমরা জানি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য প্রশ্ন করে বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, এদেশের মানুষ আজ বুভুক্ষ। যে বাংলাদেশের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের কাছে কী জবাব দেবো? যে সোনার বাংলার কথা আওয়ামী লীগ সরকার বলে, তারা কী করে? এই বাংলাদেশের জন্য কী লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল? ড. আব্দুল মঈন খান আরও বলেন, সরকার বলে তারা নাকি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। স্বাধীনতার চেতনা কি গণতন্ত্র ছিল না? আওয়ামী লীগকে সেই প্রশ্নের জবাব দিতে হবে। মুখে গণতন্ত্র, সোনার বাংলার কথা বলে, কার্যক্ষেত্রে এর উল্টোটা করে। আওয়ামী লীগ যদি মনে করে ক্ষমতার জোরে সবকিছু অস্বীকার করে যাবে, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সেটা হতে দেবে না। তিনি আরও বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারে। কিন্তু তারা বাংলাদেশের মানুষের ভালোবাসা হারিয়েছে, মানুষ কর্তৃক প্রত্যাখিত হয়েছে। সরকারকে এই সত্য স্বীকার করতেই হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারির সঞ্চালণায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
০৩ মার্চ ২০২৪, ২০:২৭

একদিনে দুই বাংলায় জয়ার দুই ছবি মুক্তি
ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গণ্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। এসবই পুরনো কথা। নতুন খবর হলো ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার নতুন ছবি ‘ভূতপরী’। অন্যদিকে একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। ‘পেয়ারার সুবাস’ নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। এর প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। অন্যদিকে ‘ভূতপরী’ নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ। ‘পেয়ারার সুবাস’ -এর পরিচালক আতিক বলেন, ছবি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে, আমি সেটাই জানি। ছবিটির প্রযোজক শাকিল বলেন, আমরা দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির বিষয়ে জানাব। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেব, সেটারই প্রস্তুতি চলছে।  এর আগে, পহেলা জানুয়ারি থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ‘ভূতপরী’র প্রচারণা শুরু করেছেন জয়া। ‘ভূতপরী’র একটি মোশন পিকচার শেয়ার করে লেখেন, মানুষ মরে ভূত হবে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!
২৮ জানুয়ারি ২০২৪, ১৭:২৯

হাসপাতালে মমতাকে গান শোনালেন অসুস্থ প্রতুল মুখোপাধ্যায় (ভিডিও)
পশ্চিমবঙ্গের বিখ্যাত গীতিকার, সুরকার, সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বর্তমানে অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন তিনি। আর হাসপাতালের বিছানায় বসেই গান শোনালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।     অসুস্থ শরীর নিয়েও গলা ছেড়ে ‘আমি বাংলায় গান গাই’ গানটি গাইলেন প্রতুল মুখোপাধ্যায়। ইতোমধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন মমতা। ক্যাপশনে মমতা লিখেছেন, প্রতুলদার কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ গানটি শোনা সবসময়ই আনন্দময় অভিজ্ঞতা। গত ১৫ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। তার সুরেলা কণ্ঠে এই গান আমাকে সত্যিকারের আনন্দ দিয়েছে। আপনাদের জানাতে পেরে আমি খুবই আনন্দিত যে, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দ্রুত তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।   ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, চলতি মাসের প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে। গায়কের নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।   পরে স্নায়ু এবং নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতুল মুখোপাধ্যায়কে পরীক্ষা করেন। বর্তমানে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম নেন প্রতুল মুখোপাধ্যায়। তার বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান তারা।   শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুঁড়ায় প্রতুল মুখোপাধ্যায়ের। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অনেক সৃষ্টির মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ গানটি বিশেষ সমাদৃত।
১৬ জানুয়ারি ২০২৪, ১৫:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়