• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও খুরুশকুলে বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বুধবার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর ভাসানচর থেকে হেলিকপ্টারযোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাডে পৌঁছান তিনি। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জাতিসংঘের কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রোহিঙ্গা ক্যাম্পে প্রথমে তিনি যান ক্যাম্প-৪ এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাবার বিতরণের ই-ভাউচার আউটলেটে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেনস সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন রাজকুমারী। এরপর ক্যাম্প-৫ এ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন সুইডেন প্রিন্সেস। পরে তিনি ১৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার দেখতে যান। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। প্রিন্সেস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন জাতিসংঘের সহকারী মহাসচিব উলরিকা মোদের এবং সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ইয়োহান ফরসেল। প্রসঙ্গত, সোমবার (১৮ মার্চ) পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্যমতে, ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।
২০ মার্চ ২০২৪, ২২:২৪

উখিয়ায় ক্যাম্প থেকে গুলিসহ গ্রেপ্তার ৫
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময়  দুটি ওয়ানশুটারগান ও গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  রোববার (১০ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা অভিযান চালিয়ে দুটি ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ দুজন এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। ১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে ৷ এর মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১১ মার্চ ২০২৪, ১৫:৪০

সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প
‘তরুণ নেতৃত্বে হোক সবুজ পৃথিবীর অঙ্গীকার' প্রতিপাদ্যে গাজীপুরের মৌচাকে শুরু হলো জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২৪। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় সাড়ে ৪শ’ যুব স্বেচ্ছাসেবক অংশ নেয় এতে। তিন দিনব্যাপী এই ক্যাম্প চলবে আগামী ৫ মার্চ ২০২৪ (মঙ্গলবার) পর্যন্ত। রোববার (৩ মার্চ) সকালে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোহাম্মদ আতিকুল হক শামীম। স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকৃতি সংরক্ষণের মধ্য দিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে রেড ক্রিসেন্ট অঙ্গীকারবদ্ধ। বৈশ্বিক উষ্ণতা ও বন উজাড়ের বিরূপ প্রভাবের ফলে জলবায়ু পরিবর্তনে সংঘঠিত দুরযোগ মোকাবিলায় যুব স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশের ক্ষতি হয় এমন কার্যকলাপের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী সবুজায়ন আন্দোলন জোরদার করতে স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান তিনি।    স্বাধীনতার মাসে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণ করে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রথমদিনের কর্মসূচী। পরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ কুচকাওয়াজে অংশ নেয় স্বেচ্ছাসেবকরা। মানবতার শক্তিতে উদ্ভাসিত হয়ে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে গ্রহণ করা হয় শপথ। 
০৩ মার্চ ২০২৪, ১৫:৫৬

আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসীদের অর্থায়নে পাচঁ শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই শরীফ জামে মসজিদ মাঠে কেন্দুয়াই প্রবাসী সমাজকল্যাণ একতা সংগঠনের উদ্যোগে এ বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।   আয়োজকরা জানান, সকাল ১০ টাকা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত প্রায় পাচঁ শতাধিক অসহায় মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদেরকে ওষুধও প্রদান করা হয়। কোন ফি ও ভোগান্তি ছাড়া এ ধরণের চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা। দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক-কান-গলা রোগে অভিজ্ঞ সহকারী সার্জন ডা. ইকরাম চৌধুরী, গাইনী ও শিশু রোগের চিকিৎসায় অভিজ্ঞ ডা. জান্নাতুল মাওয়া। এদিকে এ সেবা কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে সেবার মান ও কার্যক্রম আরও বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলছে বলে জানান প্রবাসীরা।   
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৬

উখিয়া ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসার ৪ সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ছয়টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি ও হ্যান্ড গ্রেনেড জব্দ করা হয়।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএন পুলিশের ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে এ অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।  গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। তারা জামতলী ১৫ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা ও আরসার সক্রিয় সদস্য।  অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য জমায়েত হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে এপিবিএনের একাধিক টিম জামতলী ক্যাম্পের ই ব্লকে অভিযান চালায়। এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় চারজন গ্রেপ্তার করা হয়।  তিনি জানান, সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম জব্দ হয়।  মিয়ানমারের রাখাইন রাজ্যের এই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০

দোকান থেকে বেতন নিয়ে ঘরে ফেরা হলো না ইউসুফের
রাজধানীর এলিফ্যান্ট রোডে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইউসুফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, ইউসুফ বরিশালের নলছিটি উপজেলার ক্ষিরকাঠি গ্রামের আইয়ুব আলীর ছেলে। হাজারীবাগের গজমহল রোডে ভাড়া থাকত। সে এলিফ্যান্ট রোডের একটি জুতার দোকানে কাজ করত। ইউসুফের বাবা বলেন, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে ইউসুফ ছিল সবার ছোট। আমার মধ্যবিত্তের পরিবার। দুইটা রিকশা আছে, ভাড়া দেই আর এই ছেলে যা বেতন পায় তা দিয়েই সংসার চলে। মেয়েটারে ধানমন্ডির একটি কলেজে লেখাপড়া করে। গতকাল রাতে দোকানে বেতন আনতে গিয়েছল ইউসুফ। সেখান থেকে এলিফ্যান্ট রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি নোহা মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই। আমি ঢাকা মেডিকেলে গিয়ে দেখি আমার বাবায আর নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮

মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী আশ্রয় নিয়েছে তুমব্রু বিজিবি ক্যাম্পে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকার বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে শূন্যরেখা পেরিয়ে তুমব্রু ক্যাম্পে আশ্রয় নেন তারা। এর আগে সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। তুমব্রু কোনার পাড়ার বাসিন্দা ভুলু বলেন, রাত ১১টার দিকে মর্টারশেলের বিস্ফোরিত অংশ আমার ঘরের চাল ভেদ করে ভেতরে পড়েছে। একটুর জন্য আমাদের পরিবার প্রাণে রক্ষা পেয়েছে। আমরা খুব ভয়ে আছি, ঘরেও নিরাপদে থাকতে পারছি না। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ভোর থেকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এতে বিকট শব্দে কেপে উঠছে, ঘুমধুম-তুমব্রু সীমান্তবর্তী এলাকা। এলাকাবাসীদের বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৮

নড়াইলে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলে বয়:সন্ধিকারীন স্বাস্থ্য শিক্ষা, স্যানিটারি প্যাড বিতরণ ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) কৈশোর বান্ধব নড়াইল জেলার উদ্ভাবনী প্রকল্পের আওতায় নড়াইল সরকারি মহিলা কলেজে সিভিল সার্জন অফিস, নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসন, নড়াইল এর সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কৈশোর বান্ধব নড়াইল জেলার একটি উদ্ভাবনী প্রকল্পের আওতায় বয়:সন্ধিকারীন স্বাস্থ্য শিক্ষার বিষয়ে আলোচনা শেষে নড়াইল সরকারি মহিলা কলেজের ৪ শত শিক্ষার্থীর মাঝে ফ্রি স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। এ ছাড়াও দিনব্যাপী ব্র্যাক ভিশন সেন্টার এর পক্ষ থেকে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সিভিলসার্জন ডা. সাজেদা বেগম এর সভাপতিত্বে নড়াইল সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সোশ্যাল মার্কেটিং কোম্পানীর কর্মকর্তা শাহীণ আহসান, ডা. ফৌজিয়া খাতুন লিজা, ডা. শুভাশীষ বিশ্বাস কলেজের শিক্ষক-মহিলা শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।  
২২ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ৩
ঢাকা-১৯ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় হামলা চালিয়ে এক শ্রমিক নেতাসহ তিনজনকে কুপিয়ে আহত করারও অভিযোগ উঠেছে। এ ছাড়া চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।  রোববার (৩১ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুরের খাঁন ম্যানশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন জাতীয় শ্রমিকলীগ আশুলিয়ার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভূঁইয়া সানি, সাগর ও সুজন। তারা সবাই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। আহত সানাউল্লাহ সানি বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে সোনামিয়া মার্কেটে ট্রাক প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। ওই অফিস ভাঙচুর করেন নৌকার মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের কর্মী ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য রাজন ভূঁইয়া। খবর পেয়ে আমরা চারজন দুটি মোটরসাইকেলে সেখানে যাই। এ সময় ঘটনাস্থলের পাশেই রাজনের ব্যক্তিগত অফিস থেকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয়তলা এলাকা অবরোধ করেন শ্রমিকলীগের নেতাকর্মীরা।  পরে হামলার ঘটনায় পুলিশ দুজনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের কর্মীরা আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন। আমার কর্মীদের ওপর হামলা করেছে। নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটিকে বিষয়টি জানিয়েছি। আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ জানান, হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রাজনসহ অন্যদের আটক করতে পুলিশ কাজ করছে।
০১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়