• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮
নড়াইল
ছবি : সংগৃহীত

নড়াইলে বয়:সন্ধিকারীন স্বাস্থ্য শিক্ষা, স্যানিটারি প্যাড বিতরণ ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) কৈশোর বান্ধব নড়াইল জেলার উদ্ভাবনী প্রকল্পের আওতায় নড়াইল সরকারি মহিলা কলেজে সিভিল সার্জন অফিস, নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসন, নড়াইল এর সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৈশোর বান্ধব নড়াইল জেলার একটি উদ্ভাবনী প্রকল্পের আওতায় বয়:সন্ধিকারীন স্বাস্থ্য শিক্ষার বিষয়ে আলোচনা শেষে নড়াইল সরকারি মহিলা কলেজের ৪ শত শিক্ষার্থীর মাঝে ফ্রি স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। এ ছাড়াও দিনব্যাপী ব্র্যাক ভিশন সেন্টার এর পক্ষ থেকে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সিভিলসার্জন ডা. সাজেদা বেগম এর সভাপতিত্বে নড়াইল সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সোশ্যাল মার্কেটিং কোম্পানীর কর্মকর্তা শাহীণ আহসান, ডা. ফৌজিয়া খাতুন লিজা, ডা. শুভাশীষ বিশ্বাস কলেজের শিক্ষক-মহিলা শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঙ্গলবার যেসব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ থাকবে
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
কালুরঘাট ফেরিঘাটে টেম্পু চাপায় কলেজ শিক্ষার্থী নিহত
ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ আজ, প্রাথমিক খোলা 
X
Fresh