• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ৩

আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩
আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ৩
ছবি : সংগৃহীত

ঢাকা-১৯ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় হামলা চালিয়ে এক শ্রমিক নেতাসহ তিনজনকে কুপিয়ে আহত করারও অভিযোগ উঠেছে। এ ছাড়া চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুরের খাঁন ম্যানশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জাতীয় শ্রমিকলীগ আশুলিয়ার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভূঁইয়া সানি, সাগর ও সুজন। তারা সবাই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী।

আহত সানাউল্লাহ সানি বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে সোনামিয়া মার্কেটে ট্রাক প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। ওই অফিস ভাঙচুর করেন নৌকার মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের কর্মী ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য রাজন ভূঁইয়া। খবর পেয়ে আমরা চারজন দুটি মোটরসাইকেলে সেখানে যাই। এ সময় ঘটনাস্থলের পাশেই রাজনের ব্যক্তিগত অফিস থেকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।

এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয়তলা এলাকা অবরোধ করেন শ্রমিকলীগের নেতাকর্মীরা।

পরে হামলার ঘটনায় পুলিশ দুজনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের কর্মীরা আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন। আমার কর্মীদের ওপর হামলা করেছে। নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটিকে বিষয়টি জানিয়েছি।

আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ জানান, হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রাজনসহ অন্যদের আটক করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কর্মস্থলে ফেরার পথে আশুলিয়ায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩
নড়াইলে ১০ দোকানে হামলা, মালামাল-অর্থ লুট
X
Fresh