• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১৪৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০১৮, ২২:১৩

দেরাদুনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে আগে বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। আগের দুই ম্যাচ হেরে যখন হোয়াইট ওয়াশের শঙ্কায় তখন এই ম্যাচটা মান বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে।

তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। বাদ পড়েছেন রুবেল হোসেন, সাব্বির রহমান আর মোসাদ্দেক হোসেন।

এই ত্রয়ীর বদলে দলে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ, আরিফুল হক ও পেসার আবু জায়েদ।

ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে মিরাজ করেন ব্যয়বহুল ওভার। এক ওভারেই দেন ১৮ রান।

--------------------------------------------------------
আরও পড়ুন : রেকর্ড গড়ে আফ্রিদি-ক্যালিসের পাশে সাকিব
--------------------------------------------------------

আফগান দুই ওপেনারের মোহাম্মদ শাহাজাদ এক প্রান্তে দ্রুত রান তুললেও আরেক প্রান্তে উসমান গনি খেলেন ধীর গতিতে। শাহাজাদের ব্যাটে আসে ২২ বলে ২৬ রান আর গনি করেন ২৬ বলে ১৯ রান।

দুই নম্বরে ব্যাট করতে আসা আফগান অধিনায়ক আজগর স্টানিকজাই খেলেন ১৭ বলে ২৭ রানের ইনিংস।

মাঝে সাকিব কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলেও বাকিরা রান দেন দু’হাত ভরে। সামিউল্লাহ শেনওয়ারি করেন ২৫ বলে অপরাজিত ৩১ রান। মিডল অর্ডারে নাজিবুল্লাহ জার্দান খেলেন ১৫ বলে ১৬ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নেন আবু জায়েদ ও নাজমুল হাসান। এক উইকেট করে নেন সাকিব আল হাসান ও আরিফুল হক।

২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে আফগানিস্তান।

আরও পড়ুন :

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh