• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় যুব দলে শচীন পুত্র

স্পোর্টস ডেস্ক

  ০৭ জুন ২০১৮, ২১:৩৪

বাবার পথেই হাঁটছেন অর্জুন টেন্ডুলকার। তবে ব্যাট হাতে নয়, পুরোদস্তুর বল হাতে। তবে ব্যাট হাতেও কম না তরুণ তুর্কি।

শচীনকে ভারতীয়রা ক্রিকেট ‘ঈশ্বর’ বলেই মানে। ক্রিকেটে যার শতকের শতক আছে। তার ছেলের ক্রিকেটে মন না বসে কই যায়। রক্তে যার ক্রিকেট।

এর আগেও অনেকবার শিরোনামে এসেছে শচীন পুত্রের নাম। তবে এবারের ব্যাপারটা ভিন্ন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার জন্য ডাক পেলেন জুনিয়র টেন্ডুলকার।

আগামী জুলাইতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও ৫টি ওয়ানডে সিরিজ রয়েছে। কোচ রাহুল দ্রাবিড়ে অধীনে এই সফরের দলে ডাক পেয়েছেন অর্জুন।
--------------------------------------------------------
আরও পড়ুন : নারীদের ফ্রেঞ্চ ওপেনের সেমিতে কে কার প্রতিপক্ষ
--------------------------------------------------------

এর আগে জোনাল ক্রিকেট একাডেমির হয়েও দুর্দান্ত পারফর্ম করেন বাম-হাতি এই অলরাউন্ডার। গত বছর মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন।

সম্প্রতি কুচ বিহার ট্রফিতে মধ্যপ্রদেশের বিপক্ষে ৫ উইকেট তুলে নেন। তাছাড়া অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করেন ১৮ বছর বয়সী অর্জুন।

ছেলের এমন খবর নিশ্চয় বাবা শচীন টেন্ডুলকারের জন্যও অনেক গর্বের।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh