• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০২০, ১৮:৫৫
bangladeshVPakistan
ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দফায় একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার রয়েছে বাংলাদেশের। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৫ এপ্রিল করাচীতে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে পরিবর্তন এসেছে ওয়ানডে ম্যাচের তারিখে।

আগের সূচি রঙিন পোশাকের ম্যাচটি হওয়ার কথা ছিল ৩ এপ্রিল। দুই দিন এগিয়ে ১ এপ্রিল ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দেশটির ক্রিকেট বোর্ডের পরিচালক জাকির খান এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিসিবির এই কর্তা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলকে আরও বেশি সময় করাচীতে পেলে আমরা অনেক আনন্দিত হবো। এরই মধ্যে দারুণ কিছু আন্তর্জাতিক ম্যাচ অপেক্ষা করছে। পিসিবি সব সময়ই ভক্ত-সমর্থকদের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

চলতি মাসের ২৯ মার্চ করাচীতে পৌঁছাবে টাইগাররা। দুই দিন অনুশীলন করে ১ এপ্রিল প্রথম ওয়ানডেতে লড়বে পাকিস্তানের বিপক্ষে। ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অনুশীলনের পর ৫ এপ্রিল সাদা পোশাকে মুখোমুখি হবে দুই দল।

এর আগে প্রথম ধাপে লাহোরে তিন টি-টোয়েন্টি ও রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট ম্যাচে অংশ নেয় বাংলাদেশ দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
শাহিনের হুঙ্কার ‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না’   
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
পাঁচ মাস পর নেতৃত্ব ফিরে পেলেন বাবর, যা বললেন আফ্রিদি
X
Fresh