• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

গোলাপি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৯, ১৩:৪০
india-vs-bangladesh
ছবি- সংগৃহীত

ইডেন গার্ডেনসে ঐতিহাসিক ‘পিংক টেস্ট’র দ্বিতীয় দিন শুরু হয়েছে। আগের দিন ৬৮ রানে এগিয়ে থাকা ভারত আবারও বাংলাদেশের বোলারদের বিপক্ষে মাঠে নেমেছে। কলকাতার এই মাঠে শনিবার বাংলাদেশ সময় দেড়টায় শুরু হয়েছে ম্যাচের দ্বিতীয় দিন।

শুক্রবার চরম বাজে ব্যাটিংয়ে শুরুটা করে সফরকারী দল। হতাশায় ডুবিয়ে বাংলাদেশ অলআউট হয়েছে ১০৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৪ রান তুলে দিন শেষ করে ভারতীয়রা।

আগের দিন পশ্চিমবঙ্গের ইডেন গার্ডেনসে পরিকল্পনা মতো সবই হয়েছে। হয়নি কেবল, টাইগারদের ব্যাটিংটা। বলের আদলে ইডেনসহ পুরো কলকাতাই সেজেছিলো গোলাপি আবহে। সূচি অনুযায়ী, উদ্বোধনের আগে ইডেন গার্ডেনসে নামেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিসহ দু’দলের সাবেক খেলোয়াড়-কর্মকর্তারা।

গোলাপি আভায় মোড়ানো ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিন-রাতের টেস্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মূখ্যমন্ত্রী মমতা।